আইপিএলের নিলাম। ছবি: আইপিএল।
হরিয়ানার অলরাউন্ডার অংশুল কম্বোজকে কিনে নিল চেন্নাই। ৩ কোটি ৪০ লক্ষ টাকা দাম পেলেন তিনি।
‘দ্রুত নিলাম’ শুরু হতেই শুভম দুবেকে রাজস্থান রয়্যালস নিল ৮০ লক্ষ টাকা দিয়ে। শেখ রশিদকে চেন্নাই নিল ৩০ লক্ষ টাকা দিয়ে। লখনউ একই দামে নিল হিম্মত সিংহকে।
‘দ্রুত নিলামে’ অবিক্রিত রইলেন স্বস্তিক চিকারা, মাধব কৌদিক, পোখরাজ মান, মায়াঙ্ক ডাগারের মতো ক্রিকেটার।
১৪৩ জন ক্রিকেটারের নাম দিয়েছে ১০ দল। তাঁদের নিয়ে শুরু হল নিলাম।
সব দল সর্বাধিক ২৫ জন ক্রিকেটারকে নিতে পারে। অন্তত ১৮ জনকে নিতেই হবে। দেখে নেওয়া যাক কোন দলের কত জন ক্রিকেটার নেওয়া বাকি।
চেন্নাই - ১২
দিল্লি - ১০
গুজরাত - ৯
কলকাতা - ১১
লখনউ - ১২
মুম্বই - ১৩
পঞ্জাব - ১০
রাজস্থান - ১২
বেঙ্গালুরু ১৪
হায়দরাবাদ - ১২
১১৭ জন ক্রিকেটারকে নিয়ে নিলাম হয়ে গিয়েছে। দলগুলি প্রায় গুছিয়ে নিয়েছে। এখন বেছে নেওয়া হবে কোন কোন ক্রিকেটারকে তাঁরা নিলামে চাইছে। শুধু তাঁদের নিয়েই এ বার নিলাম হবে। দেখে নেওয়া যাক কোন কোন দলের হাতে কত টাকা রয়েছে। সব হিসাব টাকায়।
চেন্নাই - ১৩.২ কোটি
দিল্লি - ৩.৮ কোটি
গুজরাত - ১১.৯ কোটি
কলকাতা - ৮.৫৫ কোটি
লখনউ - ৬.৮৫ কোটি
মুম্বই - ১১.০৫ কোটি
পঞ্জাব - ১০.৯ কোটি
রাজস্থান - ৬.৬৫ কোটি
বেঙ্গালুরু - ১৪.১৫ কোটি
হায়দরাবাদ - ৫.১৫ কোটি
কলকাতার হাত থেকে গজনফরকে ছিনিয়ে নিল মুম্বই।
আফগানিস্তানের স্পিনার গজনফরকে নিয়ে কাড়াকাড়ি। কলকাতা চেষ্টা করছে তাঁকে নেওয়ার জন্য। লড়াইয়ে মুম্বই।
৮ কোটি টাকায় বাংলার আকাশকে নিল লখনউ।
৯ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে দীপক চাহারকে তুলে নিল মুম্বই।
মুকেশকে ৮ কোটি টাকা দিয়ে তুলে নিল দিল্লি। চেন্নাই এবং পঞ্জাবের মধ্যে শুরুতে দর হাঁকাহাঁকি চলে। সাড়ে ৬ কোটি দাম ওঠার পর ছেড়ে দেয় চেন্নাই। পঞ্জাবের ক্রিকেটার হতে পারতেন মুকেশ। কিন্তু দিল্লি আরটিএম কার্ডের ব্যবহার করে ফিরিয়ে নিল তাঁকে।
দিল্লি এবং পঞ্জাবের মধ্যে লড়াই চলছে বাংলার পেসারকে নিয়ে।
১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ভুবনেশ্বরকে নিল বেঙ্গালুরু। লড়াই করছিল মুম্বই এবং লখনউ। দিনের শেষ হাসি বেঙ্গালুরুর। সোমবারের নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম পেলেন ভারতীয় পেসারই।
গুজরাত কিনে নিল দক্ষিণ আফ্রিকার পেসার কোয়েৎজ়িকে।
৬ কোটি ৫০ লক্ষ টাকায় ভারতীয় পেসার তুষার দেশপাণ্ডেকে নিল রাজস্থান। নেওয়ার চেষ্টা করেও পারল না চেন্নাই।
দ্বিতীয় দিনের নিলামে ইতিমধ্যেই বেশ কিছু ক্রিকেটার বিক্রি হয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের হাতে কত টাকা রয়েছে। সব হিসাব টাকায়।
চেন্নাই - ১৩.২ কোটি
দিল্লি - ১১.৮ কোটি
গুজরাত - ১৪.৩ কোটি
কলকাতা - ৮.৫৫ কোটি
লখনউ - ১৪.৮৫ কোটি
মুম্বই - ২৫.১ কোটি
পঞ্জাব - ১২.৯ কোটি
রাজস্থান - ১৩.১৫ কোটি
বেঙ্গালুরু - ২৪.৯ কোটি
হায়দরাবাদ - ৫.১৫ কোটি
২ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জস ইংলিসকে তুলে নিল পঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে রায়ান রিকেলটনকে। ১ কোটি টাকা দিয়ে তাঁকে নিল মুম্বই।
দুই দেশের দুই উইকেটরক্ষককে কেউ নিল না। ওয়েস্ট ইন্ডিজ়ের শাই হোপ এবং ভারতের কেএস ভরতকে কেউ নিল না। অবিক্রিত অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারেও।
রাজস্থান রয়্যালস তুলে নিল নীতীশ রানাকে। ২০২৩ সালে কেকেআর-কে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তাঁকে নিল না কেকেআর।
বেঙ্গালুরু কিনে নিল ক্রুণালকে। ভারতীয় অলরাউন্ডারকে ৫ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিল তারা।