রোহিত শর্মা। —ফাইল চিত্র।
সতীর্থদের মধ্যে অধিনায়ক রোহিত শর্মার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েই চলেছে। সিনিয়র বা জুনিয়র— সকলের পাশে থাকেন রোহিত। ভুল করলে যেমন ধমক দেন, তেমনই সতীর্থদের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সতীর্থদের কাছে রোহিত কেন এত জনপ্রিয়, তা বোঝা গেল আরও এক বার।
রাজকোটে শতরানের পর ব্যাট তুলে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেছিলেন রোহিত। তাঁর মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়নি। সেই রোহিতই দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়ালের শতরানের পর সাজঘরে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেও দলের নতুন সদস্যদের নিয়ে উচ্ছ্বাস থামছে না ভারতীয় দলের অধিনায়কের। সমাজমাধ্যমে রোহিতের পোস্টেও সতীর্থদের নিয়ে উচ্ছ্বাস।
দ্বিশতরান পূর্ণ করার সময় দু’হাত তুলে দৌড়েছিলেন যশস্বী। সে সময় একই ভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল সরফরাজ় খানকেও। সেই মুহূর্তের ছবি আগেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তার সঙ্গে রাজকোটে অভিষেক হওয়া উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুড়েলের একটি রান আউট করার ছবিও দিয়েছেন রোহিত। সঙ্গে লিখেছেন, ‘‘এরা এখনকার বাচ্চা।’’ সঙ্গে দিয়েছেন হাততালির ইমোজি। দলের নতুন সদস্যদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক সমাজমাধ্যমে তাঁদের প্রশংসা করেছেন।
রোহিতের এই পোস্টও সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভাইরাল হয়েছে। অনেকের মতে, রোহিত ভারতীয় দলের আগামী প্রজন্মকে তুলে ধরতে চাইছেন। যশস্বী, সরফরাজ়, জুড়েলদের মতো তরুণদের এগিয়ে দিতে চাইছেন। উৎসাহ দিয়ে তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে চাইছেন। উল্লেখ্য, রাজকোট টেস্টে তিন তরুণ ক্রিকেটারই নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়ে নিয়েছেন।