ICC ODI World Cup 2023

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে রোহিতের ভারতকে! টানা ছয় জয়ের পরেও নেপথ্যে কোন অঙ্ক

প্রথম ছয় ম্যাচের ছ’টিতেই জিতেছেন রোহিত শর্মারা। এখন পয়েন্ট তালিকায় সবার উপরে তাঁরা। কিন্তু এর পরেও বিশ্বকাপের সেমিফাইনাল অধরা থাকতে পারে রোহিতদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১০:৫৪
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে ভারত। প্রথম ছয় ম্যাচের ছ’টিতেই জিতেছেন রোহিত শর্মারা। এখন পয়েন্ট তালিকায় সবার উপরে তাঁরা। কিন্তু এর পরেও বিশ্বকাপের সেমিফাইনাল অধরা থাকতে পারে রোহিতদের। সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিতে পারে ভারত। কোন অঙ্কে?

Advertisement

বিশ্বকাপে এখন ভারতের পয়েন্ট ৬ ম্যাচে ১২। পয়েন্ট তালিকায় শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬ ম্যাচে ১০। সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউ জ়িল্যান্ড। তার নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদেরও পয়েন্ট ৬ ম্যাচে ৮।

ভারতের তিনটি ম্যাচ এখনও বাকি। ২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা, ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও ১২ নভেম্বর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। এই তিনটি ম্যাচ যদি ভারত হারে, তা হলে ১৪ ম্যাচ শেষে তারা ১২ পয়েন্টেই থাকবে।

পয়েন্ট তালিকায় প্রথম চারের বাইরে থাকা দু’টি দলের সুয়োগ রয়েছে ১২ পয়েন্টে শেষ করার। শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দু’টি দলেরই পয়েন্টে ৫ ম্যাচে ৪। তাদের চারটি করে ম্যাচ বাকি। তার মধ্যে সোমবার একে অপরের মুখোমুখি হবে তারা। অর্থাৎ, সোমবারের পর একটি দলেরই সুযোগ থাকবে ১২ পয়েন্টে যাওয়ার। তারা যদি নেট রানরেটে ভারতকে টেক্কা দিতে পারে, তখন তাদের সুযোগ থাকবে শেষ চারে চলে যাওয়ার।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

তবে এগুলি সবই অঙ্কের হিসাব। ভারত এই পরিস্থিতিতে যা ফর্মে রয়েছে, তাতে তারা সামনের তিনটি ম্যাচেই ফেভারিট হিসাবে নামবে। দক্ষিণ আফ্রিকা বাদে বাকি দলগুলির পক্ষে ভারতকে হারানো কঠিন। তাই বাস্তব বিবেচনা করলে এই পরিস্থিতিতে ভারতের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া প্রায় অসম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement