ICC ODI World Cup 2023

ঘরের মাঠে আধ ডজন জয়, বিশ্বকাপে নজির রোহিতের ভারতের, ছাপিয়ে গেল নিউ জ়িল্যান্ডকে

প্রথম ছয় ম্যাচের ছ’টিতেই জিতেছেন রোহিত শর্মারা। এই জয়ের ফলে বিশ্বকাপে একটি নজির গড়েছে ভারত। বিশ্বকাপে জয়ের সংখ্যায় নিউ জ়িল্যান্ডকে টপকে গিয়েছে ভারত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ২২:৫৪
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র

চলতি বিশ্বকাপে ভাল ফর্মে ভারত। প্রথম ছয় ম্যাচের ছ’টিতেই জিতেছেন রোহিত শর্মারা। এই জয়ের ফলে বিশ্বকাপে একটি নজির গড়েছে ভারত। বিশ্বকাপে জয়ের সংখ্যায় নিউ জ়িল্যান্ডকে টপকে গিয়েছে ভারত। তাদের সামনে এখন শুধু অস্ট্রেলিয়া।

Advertisement

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ৫৯টি ম্যাচ জিতেছে ভারত। নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপে ৫৮টি জয় রয়েছে। এই জয়ের আগে পর্যন্ত ভারত ও নিউ জ়িল্যান্ড একই জায়গায় ছিল। কিন্তু নিউ জ়িল্যান্ড ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হারায় এবং ভারত নিউ জ়িল্যান্ড ও ইংল্যান্ডকে হারানোয় জায়গা বদলে গিয়েছে। বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডের থেকে এখন একটি বেশি ম্যাচ জিতেছে ভারত।

বিশ্বকাপে সব থেকে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের পকেটে রয়েছে ৭৩টি জয়। সেই সংখ্যা ছাপানো অবশ্য এখনই অত সহজ নয় ভারতের কাছে। কারণ, এ বারের বিশ্বকাপে শুরুটা খারাপ করলেও ধীরে ধীরে সেই পরিচিত অস্ট্রেলিয়াকে দেখা যাচ্ছে। প্রথম চারের মধ্যে জায়গা করে নিয়েছে তারা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

এ বারের বিশ্বকাপে অবশ্য একটি লজ্জার নজির গড়েছে ইংল্যান্ড। রবিবারের ম্যাচ নিয়ে টানা চারটি ম্যাচ হেরেছেন জস বাটলারেরা। এই প্রথম কোনও বিশ্বকাপে টানা চারটি ম্যাচ হারল ইংল্যান্ড। এর আগে এই ঘটনা ঘটেনি।

আরও পড়ুন
Advertisement