ICC ODI World Cup 2023

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ২০ বছরের খরা কাটাল ভারত, কী করল রোহিত শর্মার দল?

রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে ২০ বছরের খরা কাটিয়েছে তারা। কী করল রোহিতের দল?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৬:৩৯
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। ছবি: পিটিআই।

রবিবার বিশ্বকাপে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে ভারত। সেই সঙ্গে ২০ বছরের খরা কাটিয়েছে তারা। ২০০৩ সালের পর এই প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল ভারত। পাশাপাশি বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৪-৪ ফল হয়ে গেল। এ বারের বিশ্বকাপে টানা ছয় ম্যাচে জিতল ভারত।

Advertisement

১৯৮৩ সালে প্রথম বার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সে বার কপিল দেবের দল হারিয়েছিল গ্রাহাম গুচের ইংল্যান্ডকে। চার বছর পর ইংল্যান্ড প্রতিশোধ নেয়। ১৯৮৭ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড হারিয়ে দেয় ভারতকে। ১৯৯২ সালে এই দুই দল রুদ্ধশ্বাস ম্যাচ খেলে। অল্পের জন্যে সেই ম্যাচ হেরে যায় ভারত।

প্রতিশোধ নিতে অপেক্ষা করতে হয় সাত বছর। ১৯৯৯ সালে ভারত হারিয়ে দেয় ইংল্যান্ডকে। এর পর ২০০৩ সালে আশিস নেহরার দুর্দান্ত বোলিংয়ে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারায় তারা। ২০০৭ বিশ্বকাপে দু’দল মুখোমুখি হয়নি। ২০১১ বিশ্বকাপ দেখেছিল এই দুই দলের রোমাঞ্চকর লড়াই। ভারতের তোলা ৩৩৮ রানের জবাবে একই রান তোলে অ্যান্ড্রু স্ট্রসের ইংল্যান্ড। স্ট্রস নিজেই ১৫৮ রান করেছিলেন। ম্যাচটি টাই হয়।

২০১৯ বিশ্বকাপে অইন মর্গ্যানের ইংল্যান্ড হারিয়েছিল ভারতকে। সে বারের বিশ্বকাপে রাউন্ড রবিন পর্যায়ে সেটাই ছিল ভারতের একমাত্র হার। মাঝে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত ফাইনালে হারায় ইংল্যান্ডকে। ইংরেজরা প্রতিশোধ নেয় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে দুরমুশ করে।

ইংল্যান্ড আপাতত পয়েন্ট তালিকায় সবার শেষে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement