—ফাইল চিত্র।
হলুদ যে প্রাকৃতিক উপায়ে ত্বক ভাল রাখতে পারে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে সমস্ত উপাদানেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। প্রাকৃতিক উপাদান হলেও হলুদ তার ব্যতিক্রম নয়। তাই ত্বক পরিচর্যায় হলুদ রাখলে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে।
আয়ুর্বেদিক চিকিৎসক কাঞ্চন কাচরু বলছেন, হলুদ হল খুব জোরালো একটি প্রাকৃতিক উপাদান। তাই ত্বকের ক্ষমতা বুঝেই হলুদ ব্যবহার করা উচিত। কারণ কোনও কোনও ত্বকে হলুদেরও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
১। হলুদের রূপটান কখনওই মুখে ১০-২০ মিনিটের বেশি রাখা উচিত নয়। সে ক্ষেত্রে মুখে হলুদ ছোপ পড়ে যায়। যা দু’-তিন দিন পর্যন্ত থেকে যেতে পারে।
২। হলুদে আছে জোরালো অ্যান্টি অক্সিড্যান্টস, যা দাগ ছোপ কমিয়ে ত্বকের রঙের সমতা বজায় রাখতে পারে। কিন্তু একই সঙ্গে হলুদ ত্বককে স্পর্শকাতরও করে তুলতে পারে। তাই নিয়মিত ত্বকচর্চায় হলুদ রাখলে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
৩। হলুদ কোনও কোনও ত্বককে রুক্ষ করে তুলতে পারে। তাই হলুদের রূপটান ব্যবহার করলে তার সঙ্গে দই, মধু বা অ্যালোভেরার জেল জাতীয় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারে এমন উপাদন যোগ করুন।
৪। প্রতিদিন ত্বকে হলুদ ব্যবহার না করাই ভাল। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করা যেতে পারে।
৫। হলুদের ব্যবহারে অনেকের ত্বকে অ্যালার্জিও দেখা দিতে পারে। তাই ব্যবহারের আগে হাতের ত্বকে পরীক্ষা করে দেখে নিন। লালচে ভাব, ফোলা ভাব, জ্বালা কিংবা চুলকালো ব্যবহার না করাই ভাল।