Team India

এশিয়া কাপ থেকে ভারত ছিটকে গেলেও ক্রমতালিকায় উন্নতি রোহিতের, কত নম্বরে বিরাট?

টি-টোয়েন্টিতে আইসিসির ক্রমতালিকায় উন্নতি রোহিত, বিরাটদের। কিন্তু নেমে গেলেন সূর্যকুমার যাদব। বোলারদের তালিকায় উন্নতি অর্শদীপ এবং অশ্বিনের। পঞ্চম স্থান ধরে রাখলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৪৫
ক্রমতালিকায় উন্নতি রোহিত, বিরাটের।

ক্রমতালিকায় উন্নতি রোহিত, বিরাটের। —ফাইল চিত্র

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপে ভারত হেরে যায়, কিন্তু সেই ম্যাচে রান করে ক্রমতালিকায় তিন ধাপ উঠে এলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় বুধবার ১৪ নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ বলে ৭২ রান করেন রোহিত। সূর্যকুমার নেমে গেলেন এক ধাপ।

হংকংয়ের বিরুদ্ধে ২৯ বলে ৬৮ রান করলেও সূর্য পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও রান পাননি তিনি। এক ধাপ নেমে ক্রমতালিকায় চতুর্থ স্থানে সূর্যকুমার। এশিয়া কাপে দু’টি অর্ধশতরান করে বিরাট কোহলী উঠে এসেছেন ২৯তম স্থানে। বোলারদের মধ্যে আট ধাপ উঠে ৫০তম স্থানে রবিচন্দ্রন অশ্বিন। ২৮ ধাপ উপরে উঠে ৬২তম স্থানে অর্শদীপ সিংহ। অলরাউন্ডারদের তালিকায় পঞ্চম স্থানে ভারতের হার্দিক পাণ্ড্য।

Advertisement

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করেছেন মহম্মদ রিজওয়ান। বাবর আজমকে সরিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি। পাকিস্তান অধিনায়ক নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে। বোলারদের তালিকায় এক নম্বরে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। আফগানিস্তানের রসিদ খান রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর থেকে এক পয়েন্ট বেশি নিয়ে আদিল রসিদ রয়েছেন তৃতীয় স্থানে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে মহম্মদ নবি। দ্বিতীয় স্থানে শাকিব আল হাসান। তৃতীয় স্থানে মইন আলি।

Advertisement
আরও পড়ুন