T20 World Cup 2024

বিশ্বকাপের জন্য ৪১ জনের দল ঘোষণা আইসিসির, তালিকায় আইপিএলে খেলা ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করল আইসিসি। তালিকায় রয়েছেন মোট ৪১ জন। আইপিএলে খেলা এক ক্রিকেটারও রয়েছেন সেখানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৪ ২৩:৪৫
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ দিন বাকি। শুক্রবার সেই প্রতিযোগিতার ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করল আইসিসি। তালিকায় রয়েছেন মোট ৪১ জন। আইপিএলে খেলা এক ক্রিকেটারও রয়েছেন সেখানে।

Advertisement

বিভিন্ন ভাষায় মোট ৪১ জনের নাম রয়েছে আইসিসির দেওয়া তালিকায়। চমক দিয়েছেন দীনেশ কার্তিক। চলতি আইপিএলে খেলেছেন তিনি। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল থেকে ছিটকে যাওয়ায় কার্তিকের আইপিএল শেষ হয়ে গিয়েছে। তার পরেই ধারাভাষ্যকারদের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

আইসিসির ঘোষণার পরে কার্তিক বলেন, “এ বারের প্রতিযোগিতা সবার থেকে আলাদা। ২০টা দল খেলবে। ৫৫টা ম্যাচ হবে। আশা করছি খুব ভাল প্রতিযোগিতা হবে। নতুন দায়িত্ব পেয়ে খুব খুশি। ক্রিকেটের বড় বড় নামদের সঙ্গে সময় কাটবে।”

কার্তিক ছাড়াও ভারত থেকে ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর, হর্ষ ভোগলের মত বড় নাম। অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও বিশ্বকাপের ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন।

ধারাভাষ্যকারদের তালিকা—

রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ, মেল জোনস, হর্ষ ভোগলে, ইয়ান বিশপ, দীনেশ কার্তিক, এবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্রেথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, লিসা স্টালেকর, রিকি পন্টিং, সুনীস গাওস্কর, ম্যাথু হেডেন, রামিজ় রাজা, অইন মর্গ্যান, টম মুডি, ওয়াসিম আক্রম, জেমস ও’ব্রায়েন, ডেল স্টেন, গ্রেম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, পমি বাঙ্গোয়া, নাটালি গেরমানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিনস, ব্রায়ান মুরগাট্রোড, মাইক হেসম্যান, ইয়ান ওয়ার্ড, আথার আলি খান, রাসেল আর্নল্ড, নীল ও’ব্রায়েন, কাস নাইডু, ড্যারেন গঙ্গা।

Advertisement
আরও পড়ুন