ICC ODI World Cup 2023

বিশ্বকাপে পাকিস্তানের তিন দাবি না মানলেও একটি বিশেষ অনুরোধ মেনে নিল আইসিসি

বিশ্বকাপের কেন্দ্র ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তিনটি দাবি মানেনি আইসিসি। তবে বাবর আজ়মদের একটি অনুরোধ মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ১৭:২০
Babar Azam

বাবর আজ়ম। —ফাইল চিত্র

বিশ্বকাপের তিনটি ম্যাচে কেন্দ্র বদলের দাবি জানিয়েছিল পাকিস্তান। সেই দাবি মানেনি আইসিসি। খসড়া সূচি অনুযায়ীই ম্যাচ দেওয়া হয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিশেষ দাবি মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেটি হল বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ বাছাই।

প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি পাকিস্তান। তাদের দাবি ছিল, এর আগে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছে তারা। তাই এশিয়ার বাইরের কোনও দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দেওয়া হোক তাদের। আইসিসির কাছে অনুরোধ করেছিল পাক বোর্ড। সেই অনুরোধ মেনে নিয়েছে আইসিসি। ২৯ সেপ্টেম্বর নিউ জ়িল্যান্ড ও ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবর আজ়মরা। দু’টি ম্যাচই হবে হায়দরাবাদে।

Advertisement

বিশ্বকাপের খসড়া সূচিতে ছিল, ভারতের বিরুদ্ধে আমদাবাদে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ও আফগানিস্তানের বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে হবে পাকিস্তানকে। তাতে রাজি ছিলেন না বাবররা। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল, সুরক্ষার কারণে আমদাবাদে খেলবে না তারা। চেন্নাইয়ের ঘূর্ণি উইকেটে আফগানিস্তান ও বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেও আপত্তি জানায় তারা। চেন্নাই ও বেঙ্গালুরুর ম্যাচ অদল-বদল করার দাবি জানায় তারা। আমদাবাদের ম্যাচ পারলে কলকাতায় স্থানান্তরিত করার প্রস্তাবও দেয় পাকিস্তান। কিন্তু সেই দাবি মানা হয়নি।

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ—

  • ৬ অক্টোবর কোয়ালিফায়ার ১ (হায়দরাবাদ)
  • ১২ অক্টোবর কোয়ালিফায়ার ২ (হায়দরাবাদ)
  • ১৫ অক্টোবর ভারত (আমদাবাদ)
  • ২০ অক্টোবর অস্ট্রেলিয়া (বেঙ্গালুরু)
  • ২২ অক্টোবর আফগানিস্তান (চেন্নাই)
  • ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকা (চেন্নাই)
  • ৩১ অক্টোবর বাংলাদেশ (কলকাতা)
  • ৪ নভেম্বর নিউজিল্যান্ড (বেঙ্গালুরু)
  • ১২ নভেম্বর ইংল্যান্ড (কলকাতা)
আরও পড়ুন
Advertisement