গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাঝেই অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি কি বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছিলেন? অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরকে প্রশ্ন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড এবং মেলবোর্নে হেরে যায় তারা। এই হারের জন্য প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রোহিত এবং গম্ভীরকে। সিরিজ় শেষ হলে বোর্ডের কর্তারা তাঁদের ডেকে প্রশ্ন করতে পারে। সেই সঙ্গে যোগ হতে পারে অশ্বিনের অবসরের প্রশ্নও। রোহিত অবসর নিতে পারেন বলেও শোনা যাচ্ছে। ওপেনার হিসাবে রান পাচ্ছেন না তিনি। রোহিতকে ব্যাটার হিসাবে দলে জায়গা দেওয়া কঠিন হচ্ছে। অন্য দিকে, জসপ্রীত বুমরাহ অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করছেন। তিনি প্রথম টেস্টে নেতৃত্ব দিয়েছেন। ম্যাচ জিতেছে ভারত। বোলার হিসাবেও তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে।
মেলবোর্নে শুভমন গিলকে বাদ পড়তে হয় রোহিতের জন্য। তিনি ওপেন করতে নামেন। যে কারণে তিন নম্বরে খেলানো হয় লোকেশ রাহুলকে। তাই বাদ পড়েন শুভমন। এটা অনেকের পক্ষেই মেনে নেওয়া কঠিন হয়। ভারতের প্রথম ইনিংসের পর মার্ক গফ বলেছিলেন, “আমি যদি নির্বাচক হতাম, তা হলে রোহিতকে বলতাম, দ্বিতীয় ইনিংসে রান না পেলে তোমাকে আর খেলতে হবে না। তুমি খুব ভাল ক্রিকেটার কিন্তু সিডনিতে জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেবে।”
রোহিত ২০২৪ সালে ১৪টি টেস্ট খেলেছেন। ২৬টি ইনিংস খেলে করেছেন ৬১৯ রান। তাঁর গড় ২৪.৭৬। শতরান করেছেন দু’টি। অর্ধশতরান দু’টি। সেখানে শুভমন ২০২৪ সালে ১২টি টেস্ট খেলেছেন। ২২টি ইনিংসে করেছেন ৮৬৬ রান। তাঁর গড় ৪৩.৩০। শতরান করেছেন তিনটি। অর্ধশতরানও তিনটি। অর্থাৎ, এই বছর রোহিতের থেকে শুভমন সব দিক থেকেই ভাল ফল করেছেন। তার পরেও রোহিতের জন্য জায়গা ছেড়ে দিতে হয়েছে তরুণ ব্যাটারকে।
অন্য দিকে, গম্ভীর কোচ হওয়ার পর থেকেই ভারতীয় দলের খারাপ ফর্ম শুরু হয়েছে। এক দিনের ক্রিকেটে হারতে হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় হেরেছে ভারত। পর পর দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা দল এই বছর ছিটকে যাওয়ার মুখে। গত ১০ বছর ধরে বর্ডার-গাওস্কর ট্রফি ধরে রাখা ভারত এই বছর সেই ট্রফিও হারাতে পারে। প্রশ্ন উঠছে গম্ভীরের দল এবং প্রথম একাদশ বেছে নেওয়া নিয়েও। তিনি কোচ হওয়ার পর পর অবসর নিয়ে নিলেন অশ্বিন। যদিও অভিজ্ঞ স্পিনারের অবসরে গম্ভীর দায়ী এমনটা শোনা যাচ্ছে না। বরং তাঁর সঙ্গে অশ্বিনের সম্পর্ক ভাল বলেই শোনা গিয়েছে। তবুও গম্ভীর এবং রোহিতকে বোর্ডের প্রশ্নের মুখে পড়তেই হবে। যদি না সিডনি টেস্ট জিতে কোনও ভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা খুলে ফেলতে পারে ভারত।