ICC ODI World Cup 2023

ইডেনে কোহলির শতরানের ইনিংসের সমালোচনা গম্ভীরের, চোখে আঙুল দিয়ে ‘ভুল’ দেখালেন গৌতি

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছেন বিরাট কোহলি। কিন্তু সেই ইনিংসেও কিছু ভুল চোখে পড়েছে গৌতম গম্ভীরের। কোহলির ব্যাটিংয়ের সমালোচনা করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ২১:২৮
odi world cup

বিরাট কোহলি (বাঁ দিকে) ও গৌতম গম্ভীর। —ফাইল চিত্র

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৪৯তম শতরান করেছেন বিরাট কোহলি। কঠিন পিচে তাঁর খেলার প্রশংসা করেছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারেরা। কিন্তু সেই ইনিংসেরও সমালোচনা শোনা গিয়েছে গৌতম গম্ভীরের মুখে। ভারতের প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, কোহলির ইনিংসে কিছু ভুল ছিল। তাতে সমস্যায় পড়তে পারত ভারত।

Advertisement

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের সময় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন গম্ভীর। পরে সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, ‘‘কোহলি শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিল। সেটা একদম ঠিক সিদ্ধান্ত। কিন্তু ৫-৬ ওভার আগে হঠাৎ করেই ও রান তোলার গতি কমিয়ে দেয়। হতে পারে ওর মাথায় শতরান ঢুকে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় রান তোলার গতি কমানো উচিত হয়নি। কারণ, ব্যাটিং উইকেটে ১৫-২০ রানই তফাত গড়ে দেয়। কোহলিকে সেটা বুঝতে হবে।’’

গম্ভীরের মতে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় ব্যক্তিগত মাইলফলকের থেকে দলকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দিয়েছেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘‘২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে আমি ৯৭ রানে আউট হয়েছিলাম। চাইলে ধরে শতরানের জন্য খেলতে পারতাম। কিন্তু তখন আমার মাথায় দলের জয় ছাড়া কিছু ঘুরছিল না। দল জিততে না পারলে ব্যক্তিগত মাইলফলকের কোনও গুরুত্ব থাকে না।’’

তবে কোহলির ব্যাটিংয়ের প্রশংসাও শোনা গিয়েছেন গম্ভীরের গলায়। বিশেষ করে কেশব মহারাজের স্পেলের পরে তিনি ও শ্রেয়স আয়ার যে ভাবে রানের গতি বাড়িয়েছিলেন তার প্রশংসা করেছেন গৌতি। তিনি বলেন, ‘‘শ্রেয়স যে ভাবে ব্যাট করছিল তার প্রশংসা করতেই হবে। ও দ্রুত রান তোলায় বিরাটের উপর চাপ পড়েনি। দু’জনে মিলে ভারতকে ভাল জায়গায় নিয়ে গিয়েছে। শেষ দিকে বাকি কাজটা করেছেন (রবীন্দ্র) জাডেজা।’’

ইডেনে শতরান করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছেন বিরাট। রাউন্ড রবিন লিগে এখনও একটি ম্যাচ বাকি ভারতের। আগামী রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। সেখানে ৫০তম শতরান করার সুযোগ রয়েছে বিরাটের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement