Sarfaraz Khan

১২৫! চোখের জল ফেলে নির্বাচকদের ‘মিথ্যাবাদী’ বলা সরফরাজ়ের আবার শতরান

ঘরোয়া ক্রিকেটে আরও একটি শতরান করলেন সরফরাজ় খান। এ বার দিল্লির বিরুদ্ধে এল শতরান। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করার পরেও জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৬:২০
আরও একটি শতরান করলেন সরফরাজ় খান। এ বারের মরসুমে তিনটি শতরান হয়ে গেল মুম্বইয়ের ব্যাটারের।

আরও একটি শতরান করলেন সরফরাজ় খান। এ বারের মরসুমে তিনটি শতরান হয়ে গেল মুম্বইয়ের ব্যাটারের। —ফাইল চিত্র

রঞ্জি ট্রফিতে আরও একটি শতরান করলেন সরফরাজ় খান। এ বার দিল্লির বিরুদ্ধে শতরান এল তাঁর ব্যাট থেকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রেখেছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটার। ভারতীয় দলে সুযোগ না পেয়ে চোখের জল ফেলেছিলেন সরফরাজ়। নির্বাচকদের মিথ্যাবাদী বলেছিলেন। শতরান করে নির্বাচকদের আরও এক বার জবাব দিলেন তিনি।

দিল্লির বিরুদ্ধে দ্রুত রান করেছেন সরফরাজ়। তাঁকে সমস্যায় ফেলতে পারছিলেন না কোনও বোলার। শেষ পর্যন্ত ১৫৫ বলে ১২৫ রান করে আউট হন সরফরাজ়। ইনিংসে ১৬টি চার ও চারটি বিশাল ছক্কা মারেন তিনি। এ বারের মরসুমে এখনও পর্যন্ত ৬টি ম্যাচে ৫৫৬ রান করেছেন তিনি। তিনটি শতরান ও একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আরও এক বার নিজের ধারাবাহিকতার পরিচয় দিচ্ছেন তিনি।

Advertisement

মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলার মাঝে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন সরফরাজ়। জানিয়েছেন, নির্বাচকরা সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েও তাঁকে সুযোগ দেননি। সরফরাজ় বলেছেন, ‘‘গত রঞ্জির ফাইনালে শতরানের পরে নির্বাচকদের সঙ্গে দেখা করেছিলাম। ওঁরা বলেছিলেন, বাংলাদেশ সফরে সুযোগ পাব। তৈরি থাকতে বলেছিলেন। কিন্তু পাইনি।’’ নির্বাচক প্রধান চেতন শর্মার কথাও টেনে এনেছেন সরফরাজ়। বলেছেন, ‘‘কয়েক দিন আগেই চেতনস্যরের সঙ্গে দেখা হল। উনি বললেন, আমি খুব তাড়াতাড়ি সুযোগ পাব। নির্বাচকদের কথায় বার বার আশা জাগছে। কিন্তু বার বার হতাশ হচ্ছি। এ ভাবে আগে থেকে আশা জাগানো ঠিক নয়।’’

ভারত এ দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভাল খেলতে পারেননি। সেই কারণেই কি জাতীয় দলে জায়গা পেতে দেরি হচ্ছে সরফরাজ়ের? এ কথা মানতে নারাজ় মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর মতে, ‘‘কয়েকটা ম্যাচ ব্যর্থ হতেই পারি। আমি তো ভগবান নই। কিন্তু ঘরোয়া ক্রিকেটে লাল ও সাদা বল, দু’ধরনের ক্রিকেটেই ধারাবাহিক ভাবে রান করেছি। আমাকে এক দিনের দলেও সুযোগ দিতে পারে বোর্ড। এত দিন ধরে খেলছি। জাতীয় দলে সুযোগ পেতে আর কী করতে হবে?’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ না পেয়ে কেঁদে ফেলেছিলেন সরফরাজ়। কিন্তু তার পরে মনকে বুঝিয়েছেন, তাঁর কাজ শুধু খেলা। সরফরাজ় বলেছেন, ‘‘দলে নাম না দেখে হতাশ হয়ে পড়েছিলাম। কেঁদে ফেলেছিলাম। কিন্তু তার পরে মনকে বোঝালাম, আমার কাজ শুধু খেলা। ঘরোয়া ক্রিকেটে আরও ভাল খেলার চেষ্টা করব। তাতে যদি নির্বাচকদের মনে জায়গা করতে পারি।’’

Advertisement
আরও পড়ুন