T20 World Cup 2022

কার্তিক কি ভারতকে জেতাতে পারবে? ভারতীয় ক্রিকেটারের খেলার ইচ্ছে নিয়ে প্রশ্ন তুললেন গম্ভীর

দীনেশ কার্তিককে নিয়ে প্রশ্ন তুললেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের প্রশ্ন, কার্তিক দেশকে কতগুলি ম্যাচ জিতিয়েছে? তাই কার্তিকের বদলে ঋষভ পন্থকে খেলানোর কথা বলেছেন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৮
দীনেশ কার্তিকের খেলার ইচ্ছে নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর।

দীনেশ কার্তিকের খেলার ইচ্ছে নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর। —ফাইল চিত্র

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে দীনেশ কার্তিক ও ঋষভ পন্থকে। দু’জনেই উইকেটরক্ষক হলেও কার্তিককে ফিনিশারের ভূমিকায় দেখা হচ্ছে। কিন্তু কার্তিকের খেলার ইচ্ছে নিয়ে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর। ভারতের প্রাক্তন ক্রিকেটারের প্রশ্ন, কতগুলি ম্যাচে ভারতকে জিতিয়েছেন কার্তিক? তাই কার্তিকের বদলে পন্থকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছেন রোহিতরা। সেখানে বিশ্বকাপের জন্য প্রথম একাদশ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘‘আমি আগেও বলেছি, টি-টোয়েন্টিতে ১০-১২ বল খেলার জন্য কোনও ক্রিকেটারকে নেওয়া হয় না। কার্তিক যে শেষ দিকে নেমে দলকে জেতাবে তার কোনও নিশ্চয়তা নেই। প্রথম পাঁচে ব্যাট করার কোনও ইচ্ছেই নেই কার্তিকের।’’

Advertisement

প্রথম পাঁচে ব্যাট করতে পারেন এমন উইকেটরক্ষককে দলে সুযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘‘টি-টোয়েন্টিতে প্রথম পাঁচে ব্যাট করার ক্ষমতা রাখতে হবে উইকেটরক্ষককে। পন্থের সেই ক্ষমতা আছে। তাই আমার দলে পন্থ থাকবে। শুধু বাঁ হাতি ব্যাটার বলে নয়, পন্থের বড় শট খেলার ক্ষমতার জন্য ওকে আমি দলে রাখব।’’

বিশ্বকাপে ভারতীয় দলের পাঁচ থেকে আট নম্বর কেমন হওয়া উচিত তা স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন ওপেনার। গম্ভীরের কথায়, ‘‘আমাদের দেখতে হবে, কে ম্যাচ জেতাতে পারব! সেই দিক থেকে পাঁচ নম্বরে খেলা উচিত পন্থের। ছয়ে হার্দিক, সাত নম্বরে অক্ষর ও আটে অশ্বিনকে খেলানো যেতে পারে। তার পরে তিন জন পেসার থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement