IPL 2025

রক্ষে নেই ব্যাটার, বোলারদের! নজর রাখতে বিশেষ এক জনকে দায়িত্ব দিল ভারতীয় বোর্ড

এখন থেকে ব্যাটার এবং বোলারদের রক্ষে নেই। তাঁদের উপর নজর রাখার জন্য দায়িত্ব দেওয়া হল বিশেষ এক জনকে। ভারতীয় বোর্ড চলতি আইপিএলেই এই সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৫:২১
IPL trophy

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

দুই আম্পায়ার মাঠের ভিতর থেকে খেলা পরিচালনা করেন। তৃতীয় আম্পায়ারের কাজ টিভি দেখে সিদ্ধান্ত জানানো। এ ছাড়াও ক্রিকেট মাঠে আরও এক জন আম্পায়ার থাকেন। চতুর্থ আম্পায়ারকে মাঝেমধ্যে দেখা যায় বল নিয়ে মাঠে ঢুকতে। এ বারের আইপিএলে তাঁর দায়িত্ব আরও বেড়েছে।

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, চতুর্থ আম্পায়ারেরা নজর রাখবেন ব্যাটের মাপের দিকে। কোনও ক্রিকেটারের ব্যাট সন্দেহজনক মনে হলে তারা যে কোনও সময় তা পরীক্ষা করতে পারেন। সেটা ম্যাচের দিনও হতে পারে, বা অনুশীলনের দিনে। চতুর্থ আম্পায়ারেরা নজর রাখবেন বোলারদের দিকেও। যে সব বোলার নিজের চার ওভার শেষ করেই মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন বা মাঝেমধ্যেই বেরিয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছেন, তাদের দিকে নজর রাখবেন চতুর্থ আম্পায়ার। যদিও এমন কাজ করার জন্য কোনও শাস্তি হবে কি না জানা যায়নি।

আইপিএলে ইতিমধ্যেই চারটি ম্যাচ হয়ে গিয়েছে। প্রতিযোগিতা শুরুর আগে বেশ কিছু নিয়ম চালু হয়েছে। এখন থেকে বলে থুতু লাগানো যাবে। যে নিয়ম বদল প্রত্যাশিতই ছিল। কোনও অধিনায়কই দ্বিমত প্রকাশ করেননি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারা দু’টি নতুন বল ব্যবহার করতে পারবে। একটি ইনিংস শুরুর সময়ে। একটি মাঝে। এ ছাড়া, ওয়াইডের ক্ষেত্রে এখন থেকে হক-আই ব্যবহার করা যাবে।

এ ছাড়াও আইপিএলের আরও একটি নিয়ম বদল হয়েছে। মন্থর ওভার রেটের জন্য অধিনায়কদের আর নির্বাসিত হতে হবে না। তাঁদের ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হবে। যদিও কত ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হবে তা এখনও জানা যায়নি।

নিয়ম বদলেছে সুপার ওভারের ক্ষেত্রেও। ম্যাচ যদি টাই হয় তা হলে সুপার ওভার হয়। সুপার ওভারও টাই হলে আরও একটি সুপার ওভার হয়। এত দিন নিয়ম ছিল, যত ক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে। তা আর হবে না। বোর্ডের নিয়ম অনুযায়ী, নির্ধারিত ম্যাচ শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ এক ঘণ্টা চলতে পারে সুপার ওভার। যদি তার মধ্যে ফলাফল না পাওয়া যায়, তা হলে ম্যাচটি টাই হিসাবে ঘোষিত হবে। দুই দল একটি করে পয়েন্ট পাবে।

Advertisement
আরও পড়ুন