ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
সোমবার দিল্লি ক্যাপিটালসের কাছে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দু’রকম কথা বললেন অধিনায়ক ঋষভ পন্থ এবং সহকারী কোচ লান্স ক্লুজ়নার। পন্থ মনে করেন দল যথেষ্ট রান করেছিল, যা মানতে চাইলেন না ক্লুজ়নার।
সোমবার প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস ২০৯ রান করে। আশুতোষ শর্মা ৩১ বলে ৬৬ রান করে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়ে দেন। হারের পর লখনউয়ের অধিনায়ক পন্থ বলেন, “আমাদের ব্যাটারেরা ভাল খেলেছে। এই উইকেটের জন্য যথেষ্ট রান তুলেছিল তারা।” পন্থের এই বক্তব্যের সঙ্গে একমত নন ক্লুজ়নার। তিনি বলেন, “হারের কারণ হিসেবে যদি কিছু বলতে হয়, তা হলে বলব ২০-৩০ রান কম করেছি আমরা। যে কারণে হয়তো আমাদের বোলারেরা চাপে পড়ে গিয়েছিল।”
দিল্লির প্রশংসা করেছেন ক্লুজ়নার। তিনি বলেন, “দিল্লি খুব ভাল ব্যাট করেছে। কিন্তু ওরা জয়ের কথা ভাবতে পেরেছে, কারণ আমরা যথেষ্ট রান করিনি। খুব ভাল উইকেট ছিল। বল স্পিন করছিল। সকলের জন্য কিছু না কিছু ছিল এই পিচে।”
লখনউয়ের পরের ম্যাচ ২৭ মার্চ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবেন পন্থেরা। হায়দরাবাদ দলের ব্যাটারেরা গত ম্যাচে ২৮৬ রান তুলেছিলেন। লখনউয়ের বোলারেরা সোমবার যে ভাবে রান দিয়েছেন, তাতে চিন্তা বাড়বে ক্লুজ়নারদের। আগামী ম্যাচের আগে দ্রুত সমস্যা কাটাতে চাইবে লখনউ।