Krrish 4 update

২৫ বছরের কেরিয়ার, এ বার নতুন ভূমিকায় হৃতিক, ‘কৃশ ৪’-এ নতুন চমক অভিনেতার

‘কোই মিল গয়া’ ছবির পর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃশ’। তার পর ২০১৩ সালে মুক্তি পায় ‘কৃশ ৩’। চতুর্থ পর্বের শুটিং কবে থেকে শুরু হবে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৩:২২
Rakesh Roshan and Aditya Chopra to coproduce Krrish 4 with Hrithik Roshan making directorial debut

(বাঁ দিকে) হৃতিক রোশন। রাকেশ রোশন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘কৃশ’ সিরিজ়ের নতুন ছবি নিয়ে রাকেশ রোশন যে ভাবনাচিন্তা শুরু করেছেন, তা আগেই জানা গিয়েছিল। মঙ্গলবার সেই খবরে সিলমোহর দিয়েছেন নির্মাতারা। তবে আরও দু’টি বড় চমক রয়েছে।

Advertisement

সুপারহিরো কৃশের ভূমিকায় অভিনয় করেন হৃতিক রোশন। এ বারেও তার অন্যথা হবে না। কিন্তু অভিনেতার কাঁধে থাকছে গুরুদায়িত্ব। এর আগে সিরিজ়ের তিনটি ছবি পরিচালনা করেছিলেন রাকেশ। এ বারে তিনি ছেলেকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ, তাঁর ২৫ বছরের কেরিয়ারে এই প্রথম হৃতিক কোনও ছবি পরিচালনা করতে চলেছেন। রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস। রাকেশ রোশন হৃতিকের সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এ বার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি।’’

image of Hrithik Roshan

কৃশ চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

খবর প্রকাশ্যে আসতেই হৃতিককে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীদের একাংশ। অনেকেই মনে করছেন, পরিচালকের আসনে বসে হৃতিক নতুন চমক দিতে পারেন। কারণ, পরিচালক এবং অভিনেতার দৃষ্টিভঙ্গি মিলে গেলে তা ছবিটির ক্ষেত্রে ভাল বলেই মনে করছেন অনেকে।

‘কোই মিল গয়া’ ছবির পর ২০০৬ সালে মুক্তি পায় ‘কৃশ’। তার পর ২০১৩ সালে মুক্তি পায় ‘কৃশ ৩’। শোনা যাচ্ছে, নতুন ছবির কাজ খুব শীঘ্র শুরু হবে।

Advertisement
আরও পড়ুন