Raw Ban Controversy

‘ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি’, মোদী, বিজেপিকে নিশানা, ‘র’ নিষিদ্ধের সুপারিশ মার্কিন সংস্থার

‘পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’, মার্কিন সংস্থার রিপোর্টের নিন্দায় বিদেশ মন্ত্রক।

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৩:২১
Advertisement

ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি হচ্ছে, সংখ্যালঘুদের উপর বাড়ছে বৈষম্যমূলক আচরণ— এই অভিযোগ তুলে রিপোর্ট প্রকাশ আমেরিকান সংস্থা ইউএসসিআইআরএফ-এর। ‘ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ নামের এই মার্কিন সংস্থা নিজেদের রিপোর্টে সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশনের জন্য সরাসরি দায়ী করেছে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে।

Advertisement

ইউএসসিআইআরএফ মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি-দলীয় ফেডারাল সরকারের তৈরি একটি স্বাধীন সংস্থা। যারা তামাম দুনিয়ার সর্বজনীন ধর্মীয় অধিকারের উপর নজর রাখে এবং সেই মোতাবেক প্রেসিডেন্ট, সেক্রেটারি অব স্টেট এবং মার্কিন কংগ্রেসকে নীতি প্রণয়ন কিংবা পদক্ষেপ গ্রহনের সুপারিশ করে। এই ইউএসসিআইআরএফ সম্প্রতি প্রকাশিত রিপোর্টে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতার অবনতির কথা উল্লেখ করে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement