India vs Pakistan

ভারতের কাছে সম্মান বিক্রি করেছ! কত হাত পাতবে? পাক ক্রিকেট বোর্ডকে প্রশ্ন বাবরের দাদার

পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত খেলতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই বিতর্কে নিজের দেশের বোর্ডকেই কাঠগড়ায় তুললেন বাবর আজ়মের দাদা। কী বললেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৪
Picture of Babar Azam

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তান তরজা চলছেই। তার মধ্যে নিজের দেশের বোর্ডকেই কাঠগড়ায় তুললেন পাক অধিনায়ক বাবর আজ়মের দাদা। —ফাইল চিত্র

এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তুলোধনা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। কামরান সম্পর্কে পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়মের দাদা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে বেশ কিছু প্রশ্ন রেখেছেন তিনি।

কামরানের প্রশ্ন, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায় তা হলে কেন পাকিস্তান এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে? একটি ইউটিউব ভিডিয়োয় তিনি বলেছেন, ‘‘যদি ভারত এশিয়া কাপ খেলতে না আসে, তা হলে আমার কেন যাব? আমাদেরও সম্মান আছে। সব সম্মান কি বিক্রি করে দিয়েছ?’’

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন রামিজ় রাজ়া স্বীকার করে নিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থ সাহায্য ছাড়া তাঁদের দেশের ক্রিকেট চলবে না। সেই বিষয়েও পাক ক্রিকেট বোর্ডকে দুষেছেন কামরান। বলেছেন, ‘‘আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। আমরাও সব ফরম্যাটে বিশ্বের ১ নম্বর দল হয়েছি। তা হলে কেন এ ভাবে হাত পাততে হবে? আর কত হাত পাতবে? দুটো দেশের সরকারের মধ্যে বিবাদ হচ্ছে। তা হলে আমাদেরও নিজেদের সম্মান বজায় রাখতে হবে। দেখি না ওরা কত দূর যেতে পারে?’’

পাকিস্তানে এশিয়া কাপ খেলা নিয়ে প্রথম আপত্তি জানিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানে খেলতে যাবে না ভারত। জয় আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। তার পর থেকে এশিয়া কাপের আয়োজন নিয়ে কম জলঘোলা হয়নি। এখনও পর্যন্ত ঠিক হয়নি, কোন দেশে এশিয়া কাপ হবে। যদি একান্তই পাকিস্তানে প্রতিযোগিতার আয়োজন করতে হয় তা হলে ভারত তাদের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলবে, এমনই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের দেশের বোর্ডকেই কাঠগড়ায় তুললেন কামরান।

Advertisement
আরও পড়ুন