India Cricket

‘বিরাটদের সমান টাকা পাচ্ছে, তবু ব্যর্থ, এ বার ডান্ডা দরকার!’ ভারতীয় দলকে তুলোধনা কার?

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে রোষের মুখে হরমনপ্রীত কৌররা। তাঁদের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে। বিসিসিআইকে কড়া পদক্ষেপের পরামর্শ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫২
Picture of Harmanpreet Kaur

অস্ট্রেলিয়ার কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারতের মহিলা দল। তার পরে প্রাক্তনের রোষের মুখে হরমনপ্রীতরা। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে হরমনপ্রীত কৌরদের তুলোধনা করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজি। তাঁর মতে, এ ভাবে চলতে পারে না। বিসিসিআইকে কড়া পদক্ষেপ করতে হবে। বার বার আইসিসি প্রতিযোগিতায় শেষ মুহূর্তে হারতে হচ্ছে ভারতের মহিলা দলকে। কোথায় খুঁত, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ডায়ানা।

ভারতের বিদায়ের পরে সংবাদ সংস্থা পিটিআইকে ডায়ানা বলেছেন, ‘‘ওদের ডান্ডা দরকার। তবেই ভাল খেলবে ওরা। বিসিসিআই সব কিছু দিচ্ছে। এমনকি পুরুষদের সমান হারে বেতনও দিচ্ছে। এ বার তো ভাল খেলতে হবে। বার বার হারলে চলবে না।’’

Advertisement

বিসিসিআইকে কড়া পদক্ষেপের পরামর্শ দিয়েছেন ডায়ানা। তাঁর মতে, পুরুষদের মতো মহিলাদের দলেও ইয়ো ইয়ো টেস্ট আনা দরকার। নইলে অন্য দেশের সঙ্গে পাল্লা দিতে পারবেন না ভারতের মহিলা ক্রিকেটাররা। তিনি বলেছেন, ‘‘ভারতের অনূর্ধ্ব-১৯ দল অনেক বেশ ফিট। তাই ওরা ফাইনালে হারেনি। কিন্তু ২০১৭ সাল থেকে বড়দের দলের একই অবস্থা। আমি নিশ্চিত, ইয়ো ইয়ো টেস্ট হলে ১৫ জনের মধ্যে ১২ জন ব্যর্থ হবে। ফিল্ডিংয়েই বাকিরা আমাদের টেক্কা দিচ্ছে।’’

বেশ কয়েক জন ক্রিকেটারের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়ানা। তাঁর মতে, ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা ছন্দে নেই। বিশেষ করে শেফালি যে ভাবে একের পর এক ম্যাচে নিজের উইকেট ছুড়ে দিয়ে আসছেন তাতে বিরক্ত ডায়ানা। তাঁর কথায়, ‘‘বয়স অল্প বলে শেফালিকে ম্যাচের পর ম্যাচ খেলিয়ে গেলে চলবে না। এ বার ওকে ধারাবাহিকতা দেখাতে হবে। ভারতীয় দলে অন্তত চার জন বিশ্বমানের ব্যাটার আছে। তাও আমরা খেলতে পারছি না।’’

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আউট হয়ে ভাগ্যকে দায়ী করেছিলেন হরমনপ্রীত। তাঁর দাবি মানতে নারাজ ডায়ানা। তাঁর মতে, নিজের ভুলেই আউট হতে হয়েছে হরমনকে। তিনি বলেছেন, ‘‘হরমনপ্রীতের দৌড়ের মধ্যে কোনও তাগিদ ছিল না। ভুল হাতে ব্যাট ধরেছিল ও। সেই কারণে ব্যাট পিচে আটকে গিয়েছে। এই ধরনের ম্যাচে ও রকম শরীরী ভাষা থাকলে হবে না।’’

ভারতের স্পিনারদের নিয়েও চিন্তায় ডায়ানা। তাঁর মতে, এক সময় দলের শক্তি ছিলেন স্পিনাররা। কিন্তু এ বারের বিশ্বকাপে কিচ্ছু করতে পারেননি তাঁরা। তিনি বলেছেন, ‘‘এক সময় চোখ বন্ধ করে স্পিনারের হাতে বল তুলে দেওয়া যেত। কিন্তু এখন প্রত্যেক স্পিনার মার খাচ্ছে। ওদের দেখে আমার ভয় লাগছে। এখনই যদি নজর না দেওয়া হয় তা হলে ভবিষ্যতে আরও সমস্যায় পড়বে দল।’’

Advertisement
আরও পড়ুন