Shubman Gill

টেস্ট বিশ্বকাপ ফাইনালে শুভমনের উপর আস্থা নেই ভারতীয় দলের প্রাক্তন কোচের!

অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন। তবু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালে তাঁকে নিয়ে আশাবাদী নন ভারতীয় দলের প্রাক্তন কোচ। কেন? জানিয়েছেন তা-ও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৩ ১১:২৯
picture of Shubman Gill

শুভমন গিল। ছবি: টুইটার।

গত এক বছর ধরে ভাল ছন্দে রয়েছেন শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটের ছন্দ ধরে রেখেছিলেন আইপিএলেও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা শুভমন। যদিও ভারতীয় দলের প্রাক্তন এক কোচ ইংল্যান্ডের মাটিতে তাঁর সাফল্যের সম্ভাবনা দেখছেন না।

ইংল্যান্ডের আবহাওয়ায় ওভালের ২২ গজে শুভমনকে নিয়ে আশাবাদী নন গ্রেগ চ্যাপেল। ভারতীয় দলের বিতর্কিত প্রাক্তন কোচের মতে, শুরুর দিকে শুভমন অফ স্টাম্পের সামান্য বাইরে পড়া বলের বিরুদ্ধে অস্বস্তিতে থাকে। অস্ট্রেলিয়ার জোরে বোলাররা সেই সুযোগ অবশ্যই কাজে লাগাবে। গ্রেগ বলেছেন, ‘‘বিস্তারিত কিছু বলতে চাই না। অস্ট্রেলীয়রা নিশ্চিত ভাবেই সেই দুটো বিষয় লক্ষ্য করেছে, যেগুলো আমার নজরে পড়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শুভমনকে দুটো বিষয় সমস্যায় ফেলবে। ইনিংসের প্রথম দিকে ও এমন কিছু করে, যা ওকে বিপদে ফেলতে পারে। অফ স্টাম্পের বাইরে নির্দিষ্ট একটি লেংথের বল খেলতে অস্বস্তি বোধ করে শুভমন। এ ছাড়া বল একটু বেশি লাফালে উইকেটের পিছনে খোঁচা দেওয়ার প্রবণতা রয়েছে ওর।’’

Advertisement

গ্রেগের মতে মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডের মতো বোলাররা সহজেই আউট করতে পারবেন শুভমনকে। ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, ‘‘স্টার্কের মতো যে বোলারদের হাতে অতিরিক্ত গতি আছে, তারাই পারবে শুভমনকে সমস্যায় ফেলতে। এটা অবশ্যই চিন্তার বিষয়। বাড়তি গতিতে ভাল ব্যাটাররাও আউট হয়ে যায়। অতিরিক্ত বাউন্সও ভাল ব্যাটারদের আউট করে দেয়। আমার মতে হ্যাজলউড খেলতে পারলে শুভমনের সমস্যা আরও বাড়বে।’’

গত মার্চে বর্ডার-গাওস্কর সিরিজ়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন শুভমন। আইপিএলে তিনটি শতরান-সহ করেছেন ৮৯০ রান। জিতেছেন কমলা টুপি। স্বভাবতই রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা অনেকটাই নির্ভর করছেন তরুণ ওপেনারের উপর। আগামী ৭ জুন থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট বিশ্বকাপের ফাইনাল।

Advertisement
আরও পড়ুন