Sachin Tendulkar

Sachin Tendulkar: পাগড়ি পরে কনেপক্ষ সচিন, সেই দেখে কী বললেন যুবরাজ

পাগড়ি পরে কনেপক্ষ সাজলেন সচিন তেন্ডুলকর। তাঁর সাজ দেখে অবাক যুবরাজ সিংহ। কী বললেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৫:০৩
সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকর। —ফাইল চিত্র

হেলমেট খুলে রেখেছেন ১০ বছর হয়ে গিয়েছে। সেই সচিন তেন্ডুলকরের মাথায় পাগড়ি দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ভাইঝির বিয়েতে সচিন সাজলেন পাজামা-পাঞ্জাবিতে। সঙ্গে মাথায় পাগড়ি। মহারাষ্ট্রে যাকে বলা হয় ‘ফেটা’।

মঙ্গলবার রাতে সচিন পাগড়ি পরার ভিডিয়ো পোস্ট করেন। পাগড়ি পরতে পরতে সচিন বলেন, “আমার দাদা নীতিনের মেয়ের বিয়ে। সেই জন্যই এই ফেটা পরছি।” লাল রঙের পাগড়িতে রয়েছে সোনালি জরি। সচিনের সেই সাজ দেখে যুবরাজ লেখেন, ‘আরে সচিন কুমার যে।’ ক্রিকেটের জার্সিতে সচিনকে দেখে অভ্যাস, তিনিই চমকে দিয়েছেন পাজামা-পাঞ্জাবিতে।

Advertisement

সচিন ভিডিয়োটি পোস্ট করেছেন ১৮ ঘণ্টা আগে। ইতিমধ্যেই ৩৮ লক্ষের বেশি মানুষ এই ভিডিয়ো দেখেছেন। সাড়ে ছ’লক্ষের বেশি মানুষ ছবিটিতে নিজেদের ভালবাসা জানিয়েছেন। সচিনকে কেমন দেখতে লাগছে তা জানিয়ে কমেন্ট করেছেন প্রায় আড়াই হাজার মানুষ।

Advertisement
আরও পড়ুন