BGT 2024-25

রোহিত, বিরাটের মতো বড় নাম নয়, জীবনের মতো উইকেট রক্ষা করতে পারা ক্রিকেটারের খোঁজে গাওস্কর

১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি জিতল অস্ট্রেলিয়া। গাওস্করের মতে ভারতীয় দলে যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডির মতো ক্রিকেটার প্রয়োজন। তাঁদের মধ্যে ভাল খেলার খিদে রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ২০:৫৪
Sunil Gavaskar

সুনীল গাওস্কর। ছবি: পিটিআই।

অভিজ্ঞতা নয়, বোর্ডকে তরুণদের দিকে নজর দিতে বলছেন সুনীল গাওস্কর। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ে রোহিত শর্মাদের হারের পর এমনটাই বার্তা প্রাক্তন অধিনায়কের। গাওস্করের মতে, দলে এমন ক্রিকেটার প্রয়োজন, যাঁরা উইকেট ছুড়ে দিয়ে আসবেন না।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ় হেরে গিয়েছে ভারত। ১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি জিতল অস্ট্রেলিয়া। গাওস্করের মতে দলে যশস্বী জয়সওয়াল, নীতীশ কুমার রেড্ডির মতো ক্রিকেটার প্রয়োজন। তাঁদের মধ্যে ভাল খেলার খিদে রয়েছে। গাওস্কর বলেন, “যশস্বী, নীতীশের মতো ক্রিকেটারদের মধ্যে খিদে রয়েছে। ওরা ভারতীয় দলের হয়ে নিজেদের প্রমাণ করতে চায়। এমন ক্রিকেটার প্রয়োজন। যে সব ক্রিকেটারেরা উইকেট রক্ষা করবে নিজের জীবনের মতো। ওদের এ বার দায়বদ্ধতা দেখাতে হবে।”

গাওস্কর মনে করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উচিত তারকা পুজো বন্ধ করা। তিনি বলেন, “এমন ক্রিকেটার চাই না, যারা কখনও এখানে থাকে, কখনও ওখানে। ক্রিকেটারদের আশকারা দেওয়া বন্ধ করা উচিত। খুব খারাপ ফল করেছে ভারত। আমাদের উচিত ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। কিন্তু আমরা পারিনি। বোর্ডের উচিত তারকা পুজো বন্ধ করা। মাটিতে পা পড়ে না অনেক ক্রিকেটারের। তাদের বুঝিয়ে দেওয়া উচিত যে দল আগে। হয় নিজের পুরোটা দলকে দাও, না হলে নিজের অন্য কাজকে প্রাধান্য দাও। দুটো একসঙ্গে করা যাবে না। ভারতীয় দলকে প্রাধান্য দিলে তবেই সুযোগ পাওয়া উচিত।”

গাওস্করের ইঙ্গিত এখানে সিনিয়রদের দিকেই ছিল। বিরাট কোহলি খেলা না থাকলে বিদেশে থাকেন। ঘরোয়া ক্রিকেট খেলেন না। বোর্ডও তাঁকে জোর দেয় না ঘরোয়া ক্রিকেট খেলার জন্য। ঘরোয়া ক্রিকেট খেলেন না রোহিত শর্মাও। তিনি দলের অধিনায়ক হলেও বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচ খেলেননি। সেটাও মেনে নিতে পারেননি গাওস্কর। সেই সময়ও সমালোচনা করেছিলেন।

রবিবার কোচ গৌতম গম্ভীরও সকলকে ঘরোয়া ক্রিকেট খেলার বার্তা দিয়েছেন। কিন্তু গাওস্কর নিশ্চিত নন, সব ক্রিকেটার তা মানবেন কি না। তিনি বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে ঘরোয়া ক্রিকেট রয়েছে। কোচ যা চাইছে, তা হবে কি না তখনই দেখা যাবে। কোনও কোনও ক্রিকেটার ভেবে নিয়েছে, দলে তাদের জায়গা কখনও যাবে না। যা খুশি হয়ে যাক তাদের বাদ দেওয়া যাবে না। দেখা যাক তারা কোচের কথা শোনে কি না।”

Advertisement
আরও পড়ুন