জস বাটলার। —ফাইল চিত্র।
মাঠে নামার ২৪ ঘণ্টা আগে প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড। ইডেনে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ হেরে গিয়েছেন জস বাটলারেরা। তবু ভারতীয় দলকে বাড়তি সমীহ করতে নারাজ ইংরেজরা। চেন্নাইয়ের ২২ গজের কথা মাথায় রেখে প্রথম ম্যাচের দলে একটি পরিবর্তন করেছে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে ৭ উইকেটে হারলেও প্রথম একাদশে বড় কোনও পরিবর্তন করছে না ইংল্যান্ড। মূলত আগের ম্যাচের দল নিয়েই দ্বিতীয় ম্যাচে সূর্যকুমারের দলের মুখোমুখি হবেন সফরকারীরা। গাস অ্যাক্টিনসনের পরিবর্তে প্রথম একাদশে আসছেন ব্রাইডন কার্স। অর্থাৎ, এক জোরে বোলারের পরিবর্তে অন্য এক জোরে বোলার আসছেন প্রথম একাদশে। প্রথম ম্যাচে ২ ওভার বল করে ৩৮ রান দিয়েছিলেন অ্যাক্টিনসন। তাঁর উপর আর ভরসা রাখতে পারছেন না কোচ ব্রেন্ডন ম্যাকালাম।
১২ জনের দলে এসেছেন উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথও। তবে তাঁর খেলার সম্ভাবনা কম। উইকেটের পিছনে ফিল সল্টকেই দেখতে পাওয়া যাবে। ইডেনে ব্যাটারেরা রান না পেলেও এক ম্যাচ দেখে ব্যাটিং অর্ডার পরিবর্তন করছে না ইংল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ় হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড শিবির। তাই ভারতীয় উপমহাদেশের পিচের সঙ্গে ব্যাটারদের যথেষ্ট মানিয়ে নেওয়ার সময় দিতে চাইছেন ম্যাকালাম।
ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।