Ranji Trophy 2024-25

সুবিধা কাজে লাগাতে ব্যর্থ বাংলা, ব্যাটিং বিপর্যয়ের পর হরিয়ানার বিরুদ্ধে কোণঠাসা অনুষ্টুপেরা

রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় ছিল বাংলা। ব্যাটিং বিপর্যয়ে সেই সুবিধা হাতছাড়া হল। দ্বিতীয় দিনের শেষে ম্যাচ বাঁচানোর লড়াই বাংলা শিবিরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫০
Picture of Anustup Majumdar

অনুষ্টুপ মজুমদার। ছবি: এক্স (টুইটার)।

দ্বিতীয় দিনের শেষে চাপে বাংলা। হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে হার বাঁচানোর লড়াই অনুষ্টুপ মজুমদারের দলের সামনে। প্রথম ইনিংসে হরিয়ানার ১৫৭ রানের জবাবে বাংলা শেষ হয়ে যায় ১২৫ রানে। দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ১৫৮। ১৯০ রানে এগিয়ে রয়েছে অঙ্কিত কুমারের দল।

Advertisement

১ উইকেট ১০ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলা। কল্যাণীর ২২ গজে সুবিধা করতে পারলেন না বাংলার ব্যাটারেরা। ওপেনার অঙ্কিত চট্টোপাধ্যায় (২৯), সুদীপ কুমার ঘরামি (২০) এবং অভিষেক পোড়েল (৩১) ছাড়া কেউ দাঁড়াতেই পারলেন না হরিয়ানার বোলিং আক্রমণের সামনে। এক সময় বাংলার রান ২ উইকেটে ৫৯ ছিল। তার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে লক্ষ্মীরতন শুক্লার দল। ব্যাটিং ব্যর্থতায় প্রথম দিনের সুবিধা কাজে লাগাতে পারল না বাংলা। প্রতিপক্ষকে ১৫৭ রানে অলআউট করার পরও প্রথম ইনিংসে এগিয়ে যেতে পারেনি বাংলা। মূলত অনুজ থাকরালের স্পিনের সামনে সমস্যায় পড়েন বাংলার ব্যাটারেরা। ৩১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি।

৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে হরিয়ানা। এ বার তারা অনেক সতর্ক। বল বুঝে খেলার চেষ্টা করছেন হরিয়ানার ব্যাটারেরা। ২২ গড়ে পড়ে থাকার চেষ্টা করছেন তাঁরা। ফলও পেয়েছেন। দিনের শেষে ২২ গজে অপরাজিত আছেন তিন নম্বরে নামা হিমাংশু রানা (৪৬) এবং চার নম্বরে নামা নিশান্ত সিন্ধু (২৬)। এর আগে দুই ওপেনার লক্ষ্য দালাল ৩৮ এবং অধিনায়ক অঙ্কিত ৩২ রান করেন। একটি করে উইকেট মুকেশ কুমার এবং সুরজ সিন্ধু জয়সওয়ালের।

Advertisement
আরও পড়ুন