জস বাটলার। —ফাইল চিত্র।
নতুন নির্দেশিকা জারি করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারের থাকার সময় কমছে। এই সিদ্ধান্ত ঠিক নয় বলেই মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তাঁর মতে, পরিবারের সঙ্গে ক্রিকেটারদের সময় কাটানো যথেষ্ট জরুরি।
ভারতের বিরুদ্ধে বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে ইংল্যান্ড। তার আগে সাংবাদিক বৈঠকে বোর্ডের নির্দেশিকা নিয়ে মুখ খুলেছেন বাটলার। বোর্ডের নতুন নিয়মে ৪৫ দিনের বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে দু’সপ্তাহের বেশি থাকতে পারবে না পরিবার। ক্রিকেটারদের সঙ্গী এবং সন্তানদের (১৮ বছরের নীচে) এক বারই বিদেশ সফরে দেওয়া হবে। গেলেও দু’সপ্তাহের বেশি থাকতে পারবেন না তাঁরা। এই সময়ের সব খরচ বোর্ড দেবে। যদি কোনও কারণে কেউ বেশি দিন থাকেন, তা হলে সেই খরচ ক্রিকেটারকে দিতে হবে। কোচ, অধিনায়ক এবং ম্যানেজারদের ঠিক করে দেওয়া দিনেই শুধুমাত্র পরিবারের লোকজন আসতে পারবেন। ব্যতিক্রম হলে আগে থেকে জানাতে হবে। ক্রিকেটারদের পরিবার বাদ দিয়ে অন্য কাউকে তাঁদের সঙ্গে দেখা করার অনুমতি দেবে না বোর্ড। এই নিয়ম ঠিক নয় বলে মনে করেন বাটলার।
ইংল্যান্ডের অধিনায়কের মতে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য পরিবারের কাছে থাকা জরুরি। তিনি বলেন, “আমার মনে হয় এই আধুনিক যুগে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবারকেও যেতে দেওয়া উচিত। সারা বছর ধরে ক্রিকেট চলে। ফলে সারা বছরই বাড়ির বাইরে থাকতে হয় ক্রিকেটারদের। বিশেষ করে কোভিডের পর থেকে মানসিক স্বাস্থ্যের বিষয়টা খুব জরুরি। পরিবার সঙ্গে থাকলে খেলা খারাপ হয় না। আমার মনে হয়, উল্টে ক্রিকেটারেরা আরও ফুরফুরে থাকতে পারে।”
পরিবার সঙ্গে থাকলেও পেশাদার ক্রিকেটারেরা পরিবার ও খেলার মধ্যে ভারসাম্য রাখতে পারেন বলেই মনে করেন বাটলার। তিনি বলেন, “এটা কোনও সমস্যা নয়। আমার মতে, পরিবার ও খেলার মধ্যে ভারসাম্য রাখতে সমস্যা হওয়া উচিত নয়। এখন সকলেই পেশাদার ক্রিকেটার। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কঠোর অনুশীলন করতে কারও সমস্যা হওয়া উচিত নয়।”
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে টি-টোয়েন্টি খেললে এক দিনের ক্রিকেটের প্রস্তুতিতে কোনও সমস্যা হবে না বলেই মনে করেন বাটলার। তিনি বলেন, “আমাদের টি-টোয়েন্টি ও এক দিনের দল প্রায় এক। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওরা খেলবে। পাঁচটা টি-টোয়েন্টির পর তো তিনটে এক দিনের ম্যাচও খেলব। সবই তো সাদা বলের ক্রিকেট। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে কোনও সমস্যা হবে না।”
ইডেন ম্যাচের প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের—
ম্যাচের আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড। আরও এক বার ইডেনে খেলতে নামবেন গত বার কলকাতা নাইট রাইডার্সে খেলা ফিল সল্ট। জোফ্রা আর্চারও রয়েছেন দলে। তবে বাটলার হয়তো ওপেন করবেন না। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক। ইংল্যান্ডের দলের ১১ জন ক্রিকেটার হলেন— বেন ডাকেট, ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।