গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
এই ছবি সচরাচর ভারতীয় ক্রিকেটে দেখা যায় না। কোচ গৌতম গম্ভীর নির্দেশ দিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। তার পরেই রঞ্জি খেলতে নামছেন পাঁচ ক্রিকেটার। অবশ্য ছাড়ও পেয়েছেন দুই ক্রিকেটার।
২৩ জানুয়ারি থেকে শুরু রঞ্জি ট্রফির ম্যাচ। সেখানে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা খেলবেন। তাঁদের মধ্যে রোহিত, শুভমন, পন্থ ও জাডেজার সাম্প্রতিক ফর্ম ভাল নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভাল খেলতে পারেননি তাঁরা। যশস্বী অবশ্য ভাল খেলেছেন। তার পরেও ঘরোয়া ক্রিকেটে নামছেন তিনি। তাঁরা প্রত্যেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি সেরে নিতে চাইছেন এই পাঁচ ক্রিকেটার। তবে বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহ বিশ্রাম পেয়েছেন।
রোহিত শর্মা— শেষ বার ২০১৫ সালের নভেম্বর মাসে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন রোহিত। উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচে তিনি করেছিলেন ১১৩ রান। ভারতের টেস্ট অধিনায়ক ৪৫টি রঞ্জি খেলে ৩৯৪১ রান করেছেন। ৬৬.৭৯ গড়ে ১৪টি শতরান ও ১৫টি অর্ধশতরান করেছেন তিনি। কিন্তু রোহিতের সাম্প্রতিক ফর্ম খুব খারাপ। ভারতের হয়ে ২০২৪ সালে আটটি টেস্টে ১০.৮৩ গড়ে ১৬৪ রান করেছেন রোহিত। সেই কারণেই হয়তো ঘরোয়া ক্রিকেটে ফেরার কথা ভেবেছেন তিনি।
কয়েক দিন আগেই তাঁকে দেখা গিয়েছিল, মুম্বই দলের সঙ্গে অনুশীলন করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরে রোহিত জানিয়েছেন, ২৩ জানুয়ারি থেকে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে খেলবেন তিনি।
শুভমন গিল— ২০২২ সালে শেষ বার রঞ্জি খেলেছিলেন শুভমন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেই ম্যাচে দুই ইনিংসে ৯ ও ১৯ রান করেছিলেন তিনি। কেরিয়ারে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০৩৪ রান করেছেন শুভমন। ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান রয়েছে। তাঁকে ভারতের ভবিষ্যতের অধিনায়ক ধরা হচ্ছে। কিন্তু অস্ট্রেলিয়ায় ভাল ফর্মে ছিলেন না শুভমন। তাঁর ব্যাটে রান নেই। ভুল শট খেলে আউট হচ্ছেন। সেই কারণেই আবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তিনি। কর্নাটকের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে খেলবেন তিনি।
ঋষভ পন্থ— শেষ বার ২০১৭ সালে দিল্লির হয়ে বিদর্ভের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন পন্থ। করেছিলেন ২১ ও ৩২ রান। তার পর থেকে আর ঘরোয়া ক্রিকেট খেলেননি তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৮টি ম্যাচে ৪৮৬৮ রান করেছেন তিনি। ১১টি শতরান ও ২৪টি অর্ধশতরান করেছেন। মাঝে চোটের কারণে ১৪ মাস মাঠের বাইরে থাকার পরে আবার ফিরেছেন ভারতের এই উইকেটরক্ষক। অস্ট্রেলিয়ায় বড় ভরসা ছিলেন তিনি। কয়েকটি ইনিংসে দ্রুত রানও করেছেন। কিন্তু বড় রান করতে পারেননি। তাঁর কাছে দলের যা আশা ছিল তা পূরণে ব্যর্থ পন্থ। রোহিতের মুখেও তাঁকে নিয়ে হতাশা শোনা গিয়েছে। যে ভাবে তিনি উইকেট দিয়ে ফিরেছেন তাতে ক্ষুব্ধ হয়েছেন সুনীল গাওস্কর।
সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে পন্থকে। দিল্লির হয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবেন পন্থ।
রবীন্দ্র জাডেজা— ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে ভাল খেলেই জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছিলেন জাডেজা। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার যাঁর ঘরোয়া ক্রিকেটে তিনটি ত্রিশতরান রয়েছে। ১২৭টি প্রথম শ্রেণির ক্রিকেটে ৭১৩২ রান করেছেন তিনি। ১৩টি শতরান ও ৩৭টি অর্ধশতরান করেছেন জাডেজা। শেষ বার ২০২৩ সালের জানুয়ারিকে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলেছিলেন তিনি। দুই ইনিংসে ১৫ ও ২৫ রান করেছিলেন। নিয়েছিলেন আটটি উইকেট।
গত কয়েকটি সিরিজ়ে ভাল ফর্মে দেখা যায়নি জাডেজাকে। দু’-একটি ইনিংসে রান করলেও সে ভাবে দাপট দেখাতে পারেননি। বল হাতেও তেমন ভাল দেখায়নি তাঁকে। ফলে রঞ্জিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দিল্লির বিরুদ্ধে খেলতে নামবেন জাডেজা।
যশস্বী জয়সওয়াল— যশস্বী অবশ্য ২০২২-২৩ মরসুমেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সে বার ন’টি ম্যাচে ৮৩৩ রান করেছিলেন তিনি। ঘরোয়া লাল বলের ক্রিকেটে ১৭টি ইনিংসে ৫৯.৫০ গড়ে রান করেছেন যশস্বী। মেরেছেন চারটি শতরান ও দু’টি অর্ধশতরান। ২০২৩ সালে মহারাষ্ট্রের বিরুদ্ধে শেষ বার খেলেছিলেন তিনি। দুই ইনিংসে শূন্য ও ১৪ রান করেছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতে যে কয়েক জন ব্যাটারকে ভাল দেখিয়েছে তার মধ্যে অন্যতম যশস্বী। একটি শতরান করেছেন। আরও কয়েকটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। কিন্তু তার পরেও কোচের নির্দেশ মেনেছেন এই বাঁহাতি ব্যাটার। রোহিতের মতো তাঁকেও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।
ছাড় বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহকে—
বুমরাহ চোটে রয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজ়ে পাওয়া চোট থেকে সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে দরকার ভারতের। তা ছাড়া তিনি ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই লড়েছেন। সিরিজ়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ফর্মে থাকা বুমরাহের ঘরোয়া ক্রিকেট খেলার প্রয়োজন নেই বললেই চলে।
পাশাপাশি তাঁর চোটের ইতিহাস থাকায় তাঁকে নিয়ে বেশি ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হয় তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই বিশ্রামই পেয়েছেন তিনি। শেষ বার ২০১৭ সালের জানুয়ারিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি খেলেছিলেন বুমরাহ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন সাত উইকেট। আপাতত ঘরোয়া ক্রিকেটে নামতে হচ্ছে না তাঁকে।
কোহলিও খুব খারাপ ফর্মে রয়েছেন। তাঁরও ব্যাটে রান নেই। শেষ বার ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি খেলেছিলেন কোহলি। করেছিলেন ১৪ ও ৪৩ রান। অর্থাৎ, ১৩ বছর ঘরোয়া ক্রিকেটে নামেননি কোহলি। ১৪৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১১০৯৭ রান করেছেন কোহলি। ৩৬টি শতরান ও ৩৮টি অর্ধশতরান করেছেন। কিন্তু গত বছর ফর্মে নেই কোহলি। লাল বলের ক্রিকেটে ১০টি ইনিংসে ২২.৪৭ গড়ে ৩৮২ রান করেছেন।
কোহলিকে দিল্লির রঞ্জি দলে রাখা হয়েছিল। কিন্তু তিনি জানিয়েছেন, সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলবেন না। রঞ্জির পরের রাউন্ড শুরু ৩০ জানুয়ারি থেকে। সেই ম্যাচেও যে কোহলির খেলা সম্ভব নয় তা এক প্রকার নিশ্চিত। কারণ, ৬ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু ভারতের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেই সিরিজ়ে কোহলিরা খেলবেন। সুতরাং তার তিন বা চার দিন আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। সে ক্ষেত্রে কোহলির পরের রাউন্ডের রঞ্জি খেলাও প্রায় অনিশ্চিত।