ICC T20 World Cup

Dinesh Karthik: বিশ্বকাপের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন রোহিত-দ্রাবিড়, ফাঁস করলেন কার্তিক

এ বারের বিশ্বকাপে ভাল খেলতে মুখিয়ে রয়েছে ভারত। আগে থেকেই কঠিন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন দীনেশ কার্তিকরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৮:১৭
বিশ্বকাপ নিয়ে বিশেষ পরিকল্পনা কার্তিকদের

বিশ্বকাপ নিয়ে বিশেষ পরিকল্পনা কার্তিকদের ফাইল চিত্র

গত বার হয়নি। এ বার বিশ্বকাপ জিততে মরিয়া ভারত। তাই প্রতিযোগিতা শুরুর অনেক আগে থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রোহিত শর্মারা। এ বারের দলে অন্যতম বড় ভরসা দীনেশ কার্তিক। দলে ফিনিশারের দায়িত্ব রয়েছে তাঁর উপর। বিশ্বকাপে তাঁদের সামনে কঠিন চ্যালেঞ্জ আসবে, এ কথা জানেন কার্তিক। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা।

বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের মানসিকতা যথেষ্ট ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন কার্তিক। তিনি বলেছেন, ‘‘দল হিসাবে সব রকমের চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছি। জানি কঠিন চ্যালেঞ্জ আসবে। কী ভাবে তা মোকাবিলা করব সেই প্রস্তুতি নিচ্ছি। কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা আমাদের সঙ্গে বসে পরিকল্পনা তৈরি করছে। সেই অনুযায়ী খেলব আমরা। বিশ্বকাপে ভাল খেলতে মুখিয়ে আছি।’’

Advertisement

ভারতের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটাররা যে ভাবে ভরসা দিচ্ছে তাতে খুশি কার্তিক। তিনি বলেন, ‘‘একটা দল কতটা ভাল, তার প্রমাণ দেয় সেই দলের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটাররা। আমাদের দলের রিজার্ভ বেঞ্চের শক্তি অন্য অনেক দলের থেকে ভাল। তাই আমরা অনেকের থেকে এগিয়ে আছি।’’

বিশ্বকাপের আগে বিরাট কোহলীর ফর্ম চিন্তায় রেখেছে ম্যানেজমেন্টকে। তবে কোহলীকে নিয়ে বেশি চিন্তা করতে নারাজ কার্তিক। কোহলী যে মানের ক্রিকেটার তাতে যে কোনও দিন তিনি ফর্মে ফিরতে পারেন বলে জানিয়েছেন তিনি। কার্তিক বলেছেন, ‘‘এত বছর ধরে কোহলী দেশের হয়ে এত রান করেছে। ওর প্রতিভা নিয়ে সন্দেহ করা উচিত নয়। আশা করছি বিশ্রাম নিয়ে আবার আগের ছন্দে কোহলী ফিরবে।’’

Advertisement
আরও পড়ুন