Cheteshwar Pujara

Cheteshwar Pujara: নতুন ইনিংস পুজারার, এ বার অধিনায়কের ভূমিকায় ভারতীয় ক্রিকেটার

কাউন্টি দল সাসেক্সের অধিনায়ক করা হয়েছে চেতেশ্বর পুজারাকে। দলের অধিনায়ক টম হেইনস চোট পাওয়ায় দায়িত্ব সামলাবেন ভারতীয় ক্রিকেটার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৬:০৬
অধিনায়কের ভূমিকায় পুজারা

অধিনায়কের ভূমিকায় পুজারা ফাইল চিত্র

এ বার নতুন ভূমিকায় দেখা যাবে চেতেশ্বর পুজারাকে। কাউন্টি ক্রিকেটে সাসেক্সের অধিনায়ক করা হয়েছে তাঁকে। দলের অধিনায়ক টম হেইনস ব্যাট করতে গিয়ে ডান হাতের কব্জিতে চোট পেয়েছেন। হাড় ভেঙেছে তাঁর। আপাতত পাঁচ থেকে ছ’সপ্তাহ ক্রিকেটের বাইরে তিনি। তাঁর জায়গায় অন্তর্বর্তী অধিনায়ক হিসাবে পুজারার নাম ঘোষণা করেছে সাসেক্স।

সাসেক্সের প্রধান কোচ ইয়ান সালিসবুরি এই প্রসঙ্গে বলেছেন, ‘‘টম না থাকায় পুজারা দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। তাই ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলে যোগ দেওয়ার পর থেকে পুজারার মধ্যে নেতা হওয়ার সব ধরনের গুণ দেখেছি। আন্তর্জাতিক ক্রিকেটে পুজারার অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে। আশা করছি সেই অভিজ্ঞতা দিয়ে ও ভাল ভাবে দলকে নেতৃত্ব দিতে পারবে।’’

Advertisement

ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ার পরে কাউন্টি খেলতে গিয়েছেন পুজারা। সাসেক্সের হয়ে ছ’টি ম্যাচে মোট ৭৬৬ রান করেছেন তিনি। তার মধ্যে চারটি শতরান রয়েছে। সর্বোচ্চ ২০৩ রান। ব্যাটিং গড় ১০৯.৪২। দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হওয়ার পাশাপাশি এ বার অধিনায়কের দায়িত্বও সামলাবেন পুজারা।

Advertisement
আরও পড়ুন