(বাঁদিকে) ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।
বিরাট কোহলির একক কৃতিত্ব ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। বলা যায় কোহলির ক্লাবে নাম লেখালেন তিনি। শুক্রবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলে এক দিনের ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন অস্ট্রেলীয় ওপেনার। এই নিয়ে এক দিনের বিশ্বকাপে নিজের পঞ্চম শতরান করলেন তিনি।
শুক্রবার ইনিংসের শুরুর দিকে দেওয়া একটি সুযোগ বাদ দিলে নিখুঁত ইনিংস খেললেন ওয়ার্নার। ব্যক্তিগত ১০ রানের মাথায় ওয়ার্নারের দেওয়া সহজ ক্যাচ ফেলেন উসামা মির। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সামনে দিশেহারা দেখিয়েছে পাকিস্তানের বোলারদের। শেষ পর্যন্ত ১২৪ বলে ১৬৩ রান করেন তিনি। মারেন ১৪টি চার এবং ৯টি ছক্কা। পাকিস্তানের বিরুদ্ধে এই শতরানের ইনিংস খেলেই কোহলির একটি নজির ছুঁয়ে ফেললেন ওয়ার্নার। এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে পর পর চারটি এক দিনের ম্যাচে শতরান করলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। একই কীর্তি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে রয়েছে কোহলির।
এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নার শেষ এক দিনের ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালে টনটনে। সেই ম্যাচে করেছিলেন ১০৭ রান। তার আগে ২০১৭ সালে অ্যাডিলেডে ১৭৯ এবং সে বছরই সিডনিতে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন। কোহলি ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পর পর চারটি এক দিনের ম্যাচে শতরান করেছিলেন। ওয়ার্নারের টানা চার শতরানের প্রথম দু’টি ২০১৭ সালে। প্রায় একই সঙ্গে শুরু হলেও কোহলির থেকে বেশ কিছুটা বেশি সময় লাগল তাঁর। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে শুক্রবার এই নজির গড়লেন ওয়ার্নার।
পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের পাশাপাশি শতরান করলেন অস্ট্রেলিয়ার অপর ওপেনার মিচেল মার্শও। এক দিনের বিশ্বকাপে এই প্রথম অস্ট্রেলিয়ার দুই ওপেনার একই ম্যাচে শতরান করার নজির গড়লেন।