IPL 2024

ধোনির দল খেলুক রাঁচীতে, ভারতীয় বোর্ডের কাছে দাবি চেন্নাইয়ের সমর্থকদের!

ক্রিকেটপ্রেমীদের একাংশের ধারণা, আগামী আইপিএলের পর অবসর নিয়ে পারেন ধোনি। তিনি নিজে অবশ্য কোনও ইঙ্গিত দেননি। এ বার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২৫
picture of MS Dhoni

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আগামী আইপিএলের প্রথম ২১টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। ২২ মার্চ প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। কিন্তু চেন্নাই সমর্থকদের একাংশ চাইছেন, ধোনিদের ঘরের মাঠের অন্তত একটা ম্যাচ হোক রাঁচীতে।

Advertisement

আইপিএলের ম্যাচ আয়োজনের দাবি সাধারণ ভাবে ছাড়তে চায় না কোনও রাজ্য সংস্থা। কারণ এই প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করে লাভের মুখ দেখে সংস্থাগুলি। অথচ চেন্নাইয়ের সমর্থকদের একাংশের দাবি, অন্তত একটা ম্যাচ হোক রাঁচীতে। নিজের ঘরের মাঠে আইপিএল খেলার সুযোগ দেওয়া হোক ধোনিকে। বিশ্বকাপজয়ী অধিনায়কের সম্মানেই এই ব্যবস্থা চান তাঁরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে এই মর্মে সমাজমাধ্যমে আবেদন জানিয়েছেন তাঁরা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি এখনও আইপিএল খেলছেন। অবসর নিয়ে কোনও ইঙ্গিত দেননি অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। আগামী আইপিএলেও চেন্নাইকে নেতৃত্ব দেবেন তিনি। ক্রিকেটপ্রেমীদের একাংশের ধারণা, এ বার আইপিএল খেলে অবসর নিতে পারেন ধোনি। সেই ধারণা থেকেই এমন দাবি করেছেন চেন্নাই সমর্থকদের একাংশ।

চেন্নাই অধিনায়ক রাঁচীর বাসিন্দা। সেখানকার ক্রিকেট পরিকাঠামোও যথেষ্ট ভাল। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট হচ্ছে ধোনির শহরে। আইপিএলে রাঁচীর কোনও ফ্র্যাঞ্চাইজ়ি নেই। তাই নিজের ঘরের মাঠে খেলার সুযোগ নেই ধোনির। সে কারণেই চেন্নাই সমর্থকদের একাংশের মত , ধোনিকে সেই সুযোগ দেওয়া উচিত। তা হলে নিজের শহরে ম্যাচে খেলার সুযোগ পাবেন ক্রিকেটজীবনের শেষে। আইপিএলের সুবাদে চেন্নাইয়ে প্রবল জনপ্রিয় ৪১ বছরের ধোনি। প্রিয় ‘থালা’কে এ ভাবে সম্মানিত করতে চায় সিএসকে সমর্থকদের সংগঠন হুইসলপুডু আর্মি।

Advertisement
আরও পড়ুন