MS Dhoni

কেন চেন্নাইয়ের হয়ে আট নম্বরে ব্যাট করতে নামছেন ধোনি? নিজেই দু’টি কারণ জানালেন মাহি

গত দু’বছর ধরেই চেন্নাইয়ের হয়ে খেলার সময় আট নম্বরে ব্যাট করতে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার মুম্বই ম্যাচেও তা দেখা গিয়েছে। তাঁর এত পরে নামার নেপথ্যে কি চোট? না কি আর কোনও কারণ রয়েছে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২১:৫১
cricket

রবিবারের ম্য়াচে ধোনির ব্যাট করতে নামার মুহূর্ত। ছবি: পিটিআই।

গত দু’বছর ধরেই চেন্নাইয়ের হয়ে খেলার সময় আট নম্বরে ব্যাট করতে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার মুম্বই ম্যাচেও ষষ্ঠ উইকেট পতনের তাঁকে নামতে দেখা গিয়েছে। তাঁর এত পরে নামার নেপথ্যে কি চোট? না কি আর কোনও কারণ রয়েছে? এক সাক্ষাৎকারে দু’টি কারণ উল্লেখ করেছেন ধোনি।

Advertisement

২০২৩ সালের আইপিএলে ধোনিকে পায়ে ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা গিয়েছে। পরে জানিয়েছিলেন, চোট নিয়ে খেলেছিলেন গোটা মরসুম। জন্য খুব বেশি দৌড়তে পারতেন না। তাই আটে নামতেন। তবে গত আইপিএল এবং এ বারেও তাঁকে আটে নামতে দেখা যাচ্ছে।

ধোনি বলেছেন, “দু’বছর আগের আইপিএলে হাঁটুতে একটু সমস্যা হয়েছিল। গত বছর সেটা নিয়ন্ত্রণে ছিল। তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের ব্যাপারটা ছিল। আমাদের দলে রবীন্দ্র জাডেজা এবং শিবম দুবে দলে ঢোকার লড়াইয়ে ছিল। তাই ওদের বেশি সুযোগ তো দিতেই হবে।”

হাসতে হাসতে ধোনির সংযোজন, “আমাকে তো আর কেউ দলে নেবে না। তাই নীচের দিকে নামলে ক্ষতি নেই। ওরা ভাল খেলছিল। আর এমন তো নয় যে আমি পরে নামলে দলের বিরাট ক্ষতি হচ্ছিল। যদি প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করে এবং চাপ সামলাতে পারে তা হলে আমার পরে নামতে অসুবিধা কোথায়? ভাল না খেললে তখন না হয় পরিকল্পনা বদলাতাম। সেটা তো হয়নি।”

Advertisement
আরও পড়ুন