রাহুল দ্রাবিড়কে কী আর সাধে ‘ওয়াল’ বলা হয়। হাজারও ঝড় ঝাপটা যে দেওয়াল ভাঙতে পারে না। পায়ে চোট; ঘুরতে হচ্ছে হুইলচেয়ারে কিংবা ক্রাচ হাতে, কিন্তু দলের প্রতি দায়বদ্ধতায় খামতি নেই এতটুকুও। আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুতে খেলতে গিয়ে চোট পান দ্রাবিড়। ম্যাচের আগে অনুশীলনেও হুইলচেয়ারেই মাঠে আসেন রাজস্থান কোচ দ্রাবিড়। বিপক্ষ দল কেকেআরদের সঙ্গে কথাও বলেন। কাজের প্রতি রাহুল দ্রাবিড়ের এই নিষ্ঠা মুগ্ধ করছে সকলকে।