IPL 2025 KKR vs RR

ক্রাচ হাতেও কর্তব্যে অবিচল, কোচ দ্রাবিড়ের দায়বদ্ধতায় মুগ্ধ সমাজমাধ্যম

দল হেরেছে, পায়ে চোট তবু দায়িত্ব পালন করতে ভোলেননি রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়। ক্রাচ হাতে অভিনন্দন জানালেন ডি’ককদের।

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৫:৩৩
Advertisement

রাহুল দ্রাবিড়কে কী আর সাধে ‘ওয়াল’ বলা হয়। হাজারও ঝড় ঝাপটা যে দেওয়াল ভাঙতে পারে না। পায়ে চোট; ঘুরতে হচ্ছে হুইলচেয়ারে কিংবা ক্রাচ হাতে, কিন্তু দলের প্রতি দায়বদ্ধতায় খামতি নেই এতটুকুও। আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুতে খেলতে গিয়ে চোট পান দ্রাবিড়। ম্যাচের আগে অনুশীলনেও হুইলচেয়ারেই মাঠে আসেন রাজস্থান কোচ দ্রাবিড়। বিপক্ষ দল কেকেআরদের সঙ্গে কথাও বলেন। কাজের প্রতি রাহুল দ্রাবিড়ের এই নিষ্ঠা মুগ্ধ করছে সকলকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement