Salman Khan

অভিষেক আগেই ব্যবহার করেছেন, এ বার সলমনের হাতে এল অমূল্য সে ধন, দামের হিসাবে এগিয়ে কে?

একটি বিষয়ে অভিষেক ও সলমনের মধ্যে মিল রয়েছে। তাঁদের পছন্দ একই ধরনের। শুধু রয়েছে দামের পার্থক্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৫:৩২
সলমন ও অভিষেকের দু’জনের হাতে শোভা পেয়েছে কোন জিনিস?

সলমন ও অভিষেকের দু’জনের হাতে শোভা পেয়েছে কোন জিনিস? ছবি: সংগৃহীত।

এমনিতেই সলমন খান ও অভিষেক বচ্চনকে নিয়ে নানা গুঞ্জন রয়েছে বলিউডে। যদিও প্রাক্তন প্রেমিকার স্বামী অভিষেকের প্রশংসা সব সময়ই করেন সলমন। একই ভাবে তাঁর সঙ্গে সৌহার্দ বজায় রেখেছেন অভিষেকও। সলমনের সঙ্গে সম্পর্ক ভাঙার বহু বছর পর অভিষেকের সঙ্গে ঘর বাঁধেন ঐশ্বর্যা। যাবতীয় জল্পনায় ইতি পড়ছে। যদিও একটি বিষয়ে অভিষেক ও সলমনের মধ্যে মিল রয়েছে। তাঁদের পছন্দ একই ধরনের। শুধু রয়েছে দামের পার্থক্য।

Advertisement

দিন কয়েক আগেই অভিষেকের হাতে যে ঘড়ি দেখা গিয়েছিল এ বার সেই একই ঘড়ি পরলেন সলমন। এ যেমন-তেমন ঘড়ি নয়। সারা বিশ্বে মোটে ৪৯ জনই পাবেন। তাতে রয়েছে রাম জন্মভূমির নানা অংশ। ঘড়ির ভিতরে লেখা রয়েছে ‘জয় শ্রীরাম’। বেল্টের রং গেরুয়া। যদিও অভিষেকের ঘড়ির ভিতরের অংশটা টাইটেনিয়াম ধাতু দ্বারা নির্মিত হওয়ায় সেটির দাম ছিল ৩৪ লক্ষ। এ ক্ষেত্রে সলমন অবশ্য অভিষেকের তুলনায় এগিয়ে। তাঁর ঘড়ির ভিতরের অংশ রোজ় গোল্ড ধাতু দিয়ে তৈরি। দাম প্রায় দ্বিগুণ। সলমনের ঘড়ির মূল্য প্রায় ৬৪ লক্ষ টাকা। সামনেই তাঁর ‘সিকন্দর’ ছবির মুক্তি। তার আগে বৃহস্পতিবার সেই ঘড়িটি পরেই ছবি দিয়ে লেখেন, ‘‘খুব শীঘ্রই দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে।’’

সলমন ও অভিষেকের পছন্দ এক।

সলমন ও অভিষেকের পছন্দ এক। ছবি: সংগৃহীত।

Advertisement
আরও পড়ুন