Mumbai Indians

এক অ্যাপে রয়েছে বিশ্বের তথ্যভাণ্ডার! মুম্বইয়ের সাফল্যের কারণ ফাঁস কেকেআরের ক্রিকেটারের

চেন্নাইয়ের পাশাপাশি আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার ট্রফি জিতেছে তারা। পরিসংখ্যানের দিক থেকেও রয়েছে সবার উপরে। মুম্বইয়ের এই সাফল্যের নেপথ্যে রয়েছে একটি অ্যাপ। তাই জন্যই এত সফল তাঁরা। সম্প্রতি এ কথা ফাঁস করেছেন কেকেআরের ক্রিকেটার রমনদীপ সিংহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২০:২০
cricket

মুম্বই ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই।

চেন্নাইয়ের পাশাপাশি আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার ট্রফি জিতেছে তারা। পরিসংখ্যানের দিক থেকেও রয়েছে সবার উপরে। মুম্বইয়ের এই সাফল্যের নেপথ্যে রয়েছে একটি অ্যাপ। তাই জন্যই এত সফল তাঁরা। সম্প্রতি এ কথা ফাঁস করেছেন কেকেআরের ক্রিকেটার রমনদীপ সিংহ।

Advertisement

২০২২ সালে কেকেআরে যোগ দেন রমনদীপ। তার আগে খেলেছেন মুম্বইয়ের হয়ে। সেই সুবাদেই তিনি জানেন ওই অ্যাপের কথা। বিশ্বের সমস্ত ক্রিকেটারদের সম্পর্কে এক ক্লিকে তথ্য জানা যায় ওই অ্যাপ থেকে। প্রচুর ভিডিয়ো রয়েছে। তাই কোনও দলের বিরুদ্ধে নামার আগে মুম্বইয়ের খেলোয়াড়েরা ভাল ভাবে প্রস্তুতি নিতে পারেন।

এক পডকাস্টে রমনদীপ বলেছেন, “মুম্বইয়ের পরিকল্পনা অসাধারণ। সেটা সব ক্রিকেটারের জন্যই। ওদের একটা নিজস্ব অ্যাপ রয়েছে। যদি সেখানে আপনি ক্রিকেটারের সম্পর্কে জানতে চান, সে বিশ্বের যে কোনও জায়গায় ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেট খেলুক না কেন, আপনি তাঁর নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন। কোনও বোলারকে যদি খুঁজতে চান, তা হলে তাঁর বোলিংয়ের ভিডিয়ো পেয়ে যাবেন।”

রমনদীপ উদাহরণ দিয়ে বলেছেন, “ধরুন আমি ব্যাটারের জায়গায় লিখলাম রমনদীপ সিংহ। বোলারের জায়গায় জসপ্রীত বুমরাহ। তা হলে আমি সব ভিডিয়ো পেয়ে যাব যেখানে বুমরাহ বল করছে আমাকে।” রমনদীপের মতে, এই অ্যাপের জন্যই মুম্বই দলের ক্রিকেটারেরা প্রতিপক্ষের ব্যাপারে অনেক বেশি জেনেবুঝে খেলতে নামেন।

গত তিন বছর কেকেআরে খেলে দলটার প্রতি আলাদা টান তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রমনদীপ। সে কারণে অন্য দলের লোভনীয় প্রস্তাব থাকলেও দল ছাড়েননি। রমনদীপ বলেছেন, “যে দল আপনাকে সাহায্য করেছে তাঁকে এই সময়ে ছেড়ে যাওয়া যায় না। কখনওই ছাড়া যায় না। শুধু মাত্র অর্থের জন্য ছাড়লে আপনি ভুল করবেন। বেশ কিছু দলের প্রস্তাব আমার কাছে ছিল। কেউ কেউ ১০ কোটি দিতেও রাজি ছিল। কিন্তু অর্থ কখনওই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তাই কেকেআর ছাড়িনি।”

Advertisement
আরও পড়ুন