Big Bash League

পুত্রের বলে ছক্কা হাঁকান ব্যাটার, গ্যালারিতে ক্যাচ ধরলেন পিতা, অদ্ভুত কাণ্ড বিগ ব্যাশে

পুত্রের বলে ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটার। গ্যালারিতে থাকা পিতা সেই ক্যাচ ধরে ফেললেন। অদ্ভুত এই ঘটনা দেখা গেল বিগ ব্যাশ লিগে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২০:১১
cricket

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে অদ্ভুত ঘটনা ঘটল। পুত্রের বলে ছক্কা হাঁকিয়েছিলেন ব্যাটার। গ্যালারিতে থাকা পিতা সেই ক্যাচ ধরে ফেললেন। এই ঘটনা ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

ঘটনাটি ঘটে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম ব্রিসবেন হিটের ম্যাচে। সেই ম্যাচেই অ্যাডিলেডের হয়ে অভিষেক হয় লিয়াম হ্যাসকেটের। তাঁর একটি বলে পুল মারেন ব্রিসবেনের ব্যাটার নেথান ম্যাকসুইনি। বল উড়ে যায় মিড উইকেট বাউন্ডারির দিকে। সেই দিকেই গ্যালারিতে বসেছিলেন হ্যাসকেটের পিতা। তিনি দাঁড়িয়ে ক্যাচ ধরেন। তার পরে বল ছুড়ে দেন মাঠের দিকে।

এই ঘটনার পরে ধারাভাষ্যকারের জানান, পুত্রের বলে ক্যাচ ধরেছেন পিতা। তা শুনে শোরগোল পড়ে যায় মাঠে। অনেকেই হাততালি দেন। যদিও এই ঘটনায় খুব একটা খুশি হননি হ্যাসকেটের পিতা। পুত্র ছক্কা খাওয়ার পর গ্যালারিতে গম্ভীর মুখে বসে থাকতে দেখা যায় তাঁকে। যত বার ক্যামেরা তাঁর দিকে ঘুরেছে তত বার সেই দৃশ্য দেখা গিয়েছে।

বিগ ব্যাশে অভিষেক ম্যাচে উইকেট নিলেও রান দিয়েছেন হ্যাসকেট। তিন ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। মাইকেল নেসের ও টম অ্যাসলপকে আউট করেন তিনি। তাঁর দল অবশ্য ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২৫১ রান করে অ্যাডিলেড। অধিনায়ক ম্যাথু শর্ট ৫৪ বলে ১০৯ রান করেন। ক্রিস লিন ২০ বলে ৪৭ ও অ্যালেক্স রস ১৯ বলে ৪৪ রান করেন। জবাবে ২০ ওভারে ১৯৫ রানে শেষ হয় ব্রিসবেনের ইনিংস। ৫৬ রানে ম্যাচ জেতে অ্যাডিলেড।

Advertisement
আরও পড়ুন