২০১৩ সালে ভারতের হয়ে অভিষেক হয় স্মৃতির। ছবি: পিটিআই
রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানা। ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান করলেন ভারতীয় বাঁহাতি ওপেনার। ২৩ বলে অর্ধশতরান করেন তিনি। ভাঙলেন নিজেরই রেকর্ড।
ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে দ্রুততম অর্ধশতরান করেছিলেন ভারতের সহ-অধিনায়ক স্মৃতিই। তিনি ২৪ বলে অর্ধশতরান করেছিলেন। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিলেন স্মৃতি। সেই রেকর্ড ভেঙে গেল শনিবার। উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের তালিকায় প্রথম তিনটিই স্মৃতির। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে অর্ধশতরান করেছিলেন তিনি।
স্মৃতির দাপটেই কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে শুরু থেকেই দ্রুত রান তুলছিল ভারত। ৩২ বলে ৬১ রান করেন তিনি। ভারত তোলে ১৬৪ রান। প্রথম বার কমনওয়েলথ গেমস খেলতে নেমেছে মহিলা ক্রিকেট দল। ফাইনালে উঠতে হলে ইংল্যান্ডকে হারাতেই হবে ভারতকে।
২০১৩ সালে ভারতের হয়ে অভিষেক হয় স্মৃতির। তিন ধরনের ক্রিকেটেই ভারতের মহিলা দলের অন্যতম সেরা ব্যাটার তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই ছ’টি শতরান করেছেন স্মৃতি।