শুরুতে দাপট স্মৃতি মন্ধানার। ছবি: পিটিআই
কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে দাপট স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রডরিগেজের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তুলল ১৬৪ রান। চার রানে হেরে গেল ইংল্যান্ড।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান। স্মৃতির সঙ্গে ওপেন করতে নামা শেফালি বর্মা মাত্র ১৫ রান করে আউট হন। তাঁরা ফিরলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান হরমনপ্রীত কৌর এবং জেমাইমা। ২০ বলে ২০ রান করেন অধিনায়ক হরমনপ্রীত।
শেষবেলায় ভারতের হয়ে রান তোলেন দীপ্তি শর্মাও। তিনি ২০ বলে ২২ রান করেন। কোনও রান না করেই রান আউট হয়ে যান পূজা বস্ত্রকার। জেমাইমা অপরাজিত থাকেন ৪৪ রানে।
FIFTY for #TeamIndia vice-captain @mandhana_smriti off just 23 balls 👏👏
— BCCI Women (@BCCIWomen) August 6, 2022
Her 16th in T20Is.
Live - https://t.co/ex8lGZRthz #INDvENG #B2022 pic.twitter.com/9oufibcWtT
ইংল্যান্ডের হয়ে দু’টি উইকেট নেন ফ্রেয়া কেম্প। একটি করে উইকেট নেন ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাত সিভার।
প্রথম বার কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট খেলা হচ্ছে। সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলছে তারা। অন্য সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।