Rishabh Pant

Asia Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে পন্থকে দলে চান না সতীর্থ! কেন

ঋষভ পন্থের বদলে এশিয়া কাপে ভারতীয় দলে দীনেশ কার্তিককে খেলানোর পরামর্শ দিয়েছেন চেতেশ্বর পুজারা। কেন এ কথা বলেছেন তিনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ১৫:২৭
ঋষভ পন্থ।

ঋষভ পন্থ। ফাইল চিত্র

এশিয়া কাপে ভারতীয় দলে ঋষভ পন্থকে দেখতে চান না সতীর্থ চেতেশ্বর পুজারা। তার বদলে দীনেশ কার্তিককে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুজারার মতে, ভারতীয় দলের যা ব্যাটিং লাইন আপ সেখানে পন্থ ও কার্তিককে একসঙ্গে খেলানো সম্ভব নয়। তাই ভারতীয় ম্যানেজমেন্টের উচিত মিডল অর্ডারে পন্থকে না রেখে ফিনিশার হিসাবে কার্তিককে খেলানো।

এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের আগে একটি সাক্ষাৎকারে পুজারা বলেন, ‘‘দল গঠন নিয়ে বড় চিন্তায় পড়েছে ম্যানেজমেন্ট। পাঁচ নম্বরে কাউকে খেলানো হবে, না কি সাত-আট নম্বরে ফিনিশার হিসাবে কাউকে খেলানো হবে, সেটাই আসল প্রশ্ন। তবে আমার মনে হয়, ফিনিশারের কথা ভাবা উচিত। কারণ, শেষ দিকে নেমে কার্তিক ২০ বলে ৪০ রান করে দেবে। সেটাই দরকার।’’

Advertisement

ভারতীয় দলের ব্যাটিং অর্ডার কী হওয়া উচিত সেটাও জানিয়েছেন পুজারা। তিনি বলেন, ‘‘ওপেনে রোহিত, রাহুল, তার পর কোহলী, চারে সূর্যকুমার। এই চার জনকে নিয়ে কোনও প্রশ্ন নেই। অলরাউন্ডার হিসাবে হার্দিক ও জাডেজা। এ বার বাকি থাকল একটা জায়গা। পাঁচে পন্থ। না কি সাতে কার্তিক! আমি চাই কার্তিক খেলুক। কারণ, দু’জনকে একসঙ্গে খেলানো সম্ভব নয়।’’

পুজারা নিজে কার্তিকের কথা বললেও ম্যানেজমেন্ট পন্থকেই খেলাতে চাইবে বলে ধারণা তাঁর। তার কারণ, দলে ডান হাতি-বাঁ হাতি ভারসাম্য। পুজারা বলেন, ‘‘ভারতীয় দলে বাঁ হাতি ব্যাটার বেশি নেই। পন্থ থাকলে ডান হাতি, বাঁ হাতি ভারসাম্য হবে। তাই ওকেই হয়তো খেলাতে চাইবে ম্যানেজমেন্ট। তবে আমার মনে হয় সব দিকে খেয়াল রেখে তবেই দল তৈরি করা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement