ICC Champions Trophy 2025

দিন ঘোষণা হয়ে গেলেও এখনও মাঠ তৈরি নয় পাকিস্তানে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন সমস্যা

করাচি এবং লাহোরের মাঠ তৈরির জন্য আইসিসির থেকে বিরাট অঙ্কের টাকা পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু মাঠ এখনও তৈরি করে উঠতে পারেনি তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:০৫
Lahore Stadium construction

এই বছর জুন মাসে লাহোর স্টেডিয়ামের সংস্কারের কাজ দেখতে গিয়েছিলেন মোহসিন নাকভি। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি আর ৫৫ দিন। কিন্তু এখনও তৈরি নয় পাকিস্তানের দু’টি মাঠ। ৩১ ডিসেম্বরের মধ্যে মাঠের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। করাচি এবং লাহোরের মাঠ তৈরির জন্য আইসিসির থেকে বিরাট অঙ্কের টাকা পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু মাঠ এখনও তৈরি করে উঠতে পারেনি তারা।

Advertisement

আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। করাচিতে হবে প্রথম ম্যাচ। পাকিস্তান খেলবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। ভারত জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে খেলতে যাবে না। সেই কারণে রোহিত শর্মাদের সব ম্যাচ হবে দুবাইয়ে। সেই ম্যাচগুলির আয়োজক যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু নিজেদের দেশের মাঠই এখনও তৈরি করে উঠতে পারেনি তারা।

পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হওয়ার কথা। করাচির এক সাংবাদিক সেখানকার স্টেডিয়ামের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। সেই ভিডিয়োয় দেখা যায় করাচি স্টেডিয়ামের ভিআইপি বক্স নতুন করে তৈরি করা হচ্ছে। কিন্তু তা এখনও তৈরি নয়। স্টেডিয়াম সংস্কারের কাজ চলছে। কিন্তু কাজের গতি খুব মন্থর বলে জানা গিয়েছে। নির্ধারিত সময়ের (৩১ ডিসেম্বর) মধ্যে কাজ শেষ হওয়া কঠিন। একই অবস্থা লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেরও। সেখানে গ্যালারি তৈরির কাজ চলছে। কিন্তু সেখানেও যে গতিতে কাজ চলছে তাতে ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়া কঠিন। মাঠের ছবি অন্য কথা বললেও বোর্ড প্রধান মোহসিন নাকভি যদিও সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে পাকিস্তান, নিউ জ়িল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং ভারত। গ্রুপ পর্বে ভারত খেলবে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেই তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। একটি সেমিফাইনাল দুবাইয়ে হবে। কারণ ভারত সেমিফাইনালে উঠলেও পাকিস্তানে খেলতে যাবে না। অন্য সেমিফাইনালটি হবে লাহোরে। ফাইনালও সেখানে। যদি ভারত ফাইনালে ওঠে তা হলে ম্যাচটি হবে দুবাইয়ে।

Advertisement
আরও পড়ুন