সান্তা ক্লজের সাজে মহেন্দ্র সিংহ ধোনি। সঙ্গে কন্যা জিভা এবং স্ত্রী সাক্ষী। ছবি: ইনস্টাগ্রাম।
সান্তা ক্লজ় সেজে পরিবারের সঙ্গে সময় কাটালেন মহেন্দ্র সিংহ ধোনি। স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভার সঙ্গে আনন্দে মাতলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। যে ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
এক মুখ সাদা দাড়ি, পরনে সান্তার লাল পোশাক। সেই সঙ্গে চোখে কালো চশমা এবং পায়ে গাম্বুট। সান্তার সাজে ধোনিকে চেনা দায়। ক্রিস্টমাস ট্রির সামনে বসে রয়েছেন তিনি। কখনও ছবি তুলেছেন মেয়ে এবং স্ত্রীয়ের সঙ্গে। পরিবারের আরও অনেকের সঙ্গেই ছবি তুলেছেন ধোনি। মেয়েকে জড়িয়ে ধরেও ছবি তুলেছেন তিনি।
সমাজমাধ্যমে ধোনিকে খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। দেশের হয়ে ২০১৯ সালে শেষ বার খেলতে দেখা গিয়েছিল তাঁকে। তার পর থেকে শুধু আইপিএলে খেলেছেন। আগামী বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একটি আইপিএল খেলবেন তিনি। আইপিএলের নতুন নিয়মে আনক্যাপড ক্রিকেটার হিসাবে নাম লিখিয়েছেন ধোনি। ৪ লক্ষ টাকায় নিজের পুরনো দলে রয়ে গিয়েছেন তিনি।
গত আইপিএলে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করেছে চেন্নাই। তাঁর নেতৃত্বেই খেলবেন আইপিএলজয়ী অধিনায়ক। গত তিনটি আইপিএল ধরে ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। বার বার শোনা গিয়েছে তিনি অবসর নেবেন। কিন্তু সমর্থকদের আশা বাড়িয়ে ধোনি খেলে গিয়েছেন।