BGT 2024-25

মেলবোর্নে জ্বলছে জঙ্গল, গরম বাড়লে ম্যাচ বন্ধ করবেন আম্পায়ারেরা? কী বলছে নিয়ম?

গত তিন দিন ধরে মেলবোর্নে একটাই আলোচনা চলছিল, কী ভাবে মোকাবিলা করা যাবে এই গরমের? বক্সিং ডে টেস্ট শুরু হয়েছে ঠিকই। কিন্তু চিন্তা পুরোপুরি কাটছে না। গরম আরও বাড়লে কি ম্যাচ বন্ধ করে দিতে পারেন আম্পায়ারেরা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৮:২৫
cricket

মেলবোর্নের ক্রিকেট মাঠ। — ফাইল চিত্র।

গত তিন দিন ধরে মেলবোর্নে একটাই আলোচনা চলছিল, কী ভাবে মোকাবিলা করা যাবে এই গরম? বক্সিং ডে টেস্ট শুরু হওয়া নিয়ে চিন্তায় ছিলেন অনেকে। সেই টেস্ট শুরু হয়েছে ঠিকই। কিন্তু চিন্তা পুরোপুরি কাটছে না। গরম আরও বাড়লে কি ম্যাচ বন্ধ করে দিতে পারেন আম্পায়ারেরা?

Advertisement

মেলবোর্নের আশপাশের বেশ কিছু জঙ্গলে আগুন লেগেছে। মেলবোর্নের মাঠ থেকে তা অনেকটাই দূরে হলেও সেই আগুনের জেরে শহরের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। গত সপ্তাহেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল তাপমাত্রা। বক্সিং ডে টেস্ট শুরুর দিনেই তাপমাত্রা প্রায় ৪০-এর কাছাকাছি রয়েছে। অস্ট্রেলিয়ার সরকার জোরকদমে চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার।

জানা গিয়েছে, টেস্ট চলাকালীন আম্পায়ারেরা নিয়মিত তাপমাত্রা পরীক্ষা করবেন। যদি গরম বাড়ে তা হলে তাঁরা খেলা বন্ধ করে দিতে পারেন। অনেকেরই মনে আছে ২০১৮ সালে সিডনিতে অ্যাশেজ় টেস্টের কথা। এক দিন তাপমাত্রা ছুঁয়েছিল ৪৭.৩ ডিগ্রি। জো রুটকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। সে বার রিকি পন্টিং বলেছিলেন, “ওর মনে হয় আগে থেকেও একটা সমস্যা ছিল। কিন্তু ম্যাচের মাঝে দু’-একজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়লে সেটা খুবই বিপজ্জনক।”

ক্রিকেটের আইনের ২.৭.১ ধারায় বলা আছে, যদি পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে তা হলে আম্পায়ারেরা খেলা বন্ধ করে দিতে পারেন। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই গরম নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। ক্রিকেটারেরা তো বটেই, খেলা দেখতে আসা সমর্থকদেরও বেশ কিছু কাজ করার পরামর্শ দিয়েছে তারা। তার মধ্যে রয়েছে বার বার জল খাওয়া।

পাশাপাশি ‘ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার ইনডেক্স’ অনুসরণ করা হতে পারে। এতে সরাসরি সূর্যের আলোয় থাকলে মানুষের শরীর কতটা ক্লান্ত হতে পারে তার পরিমাপ করা হয়।

Advertisement
আরও পড়ুন