Virat Kohli

কেন রান পাচ্ছেন না, মেলবোর্নে নামার আগে শাস্ত্রীর কাছে নিজের ভুল স্বীকার করলেন কোহলি

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়‌ের শেষ তিন ইনিংসে সাফল্য পাননি বিরাট কোহলি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামার আগে কোহলি মেনে নিয়েছেন, গত কয়েকটা ইনিংসে ভাল খেলতে পারেননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ০৬:৩২
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়‌ের শেষ তিন ইনিংসে সাফল্য পাননি বিরাট কোহলি। মাত্র ৭, ১১ এবং ৩ রান করেছেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নামার আগে কোহলি মেনে নিয়েছেন, গত কয়েকটা ইনিংসে ভাল খেলতে পারেননি। তবে এটাও জানিয়েছেন, তাঁর কাছে সিরিজ় সবে শুরু হয়েছে। প্রত্যাশার চাপ নিয়েও মাথা ঘামাচ্ছেন না।

Advertisement

বৃহস্পতিবার টেস্ট শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে কোহলির সাক্ষাৎকার নেন রবি শাস্ত্রী। সেখানে কোহলি বলেছেন, “শেষ দু’-তিনটে ইনিংসে যে ভাবে চেয়েছিলাম সে ভাবে খেলতে পারিনি। ক্রিজ়‌ে পড়ে থাকার মতো শৃঙ্খলা দেখাতে পারিনি। বেশ কষ্ট হয়েছে। আসলে এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ।”

কোহলির মতে, গত বারের থেকেও অস্ট্রেলিয়ার পিচ জীবন্ত হয়ে উঠেছে। বলেছেন, “আগের থেকে এ বারের পিচগুলো বেশ সতেজ। তাই দৃষ্টিভঙ্গি আলাদা রাখতেই হবে। তবে এই কাজ করতে আমি গর্ববোধ করি। বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়াই আমার কাজ। যখন দলের আমাকে দরকার তখন ভাল খেলতেই হবে। আমার মন্ত্র হল, মাঠে যাও। চোখ সইয়ে নাও। যত গুলো দরকার তত গুলো বল খেলো। তবে পরিস্থিতিকে সমীহ করতে হবে।”

তিনি মাঠে নামলেই যে প্রত্যাশার চাপ থাকে এটা মেনে নিয়েছেন কোহলি। তবে বিশেষ মাথা ঘামাতে রাজি নন। বলেছেন, “দেশের হয়ে খেলতে নামলে তো প্রত্যাশা থাকবেই। তা ছাড়া আমি অনেক দিন খেলছি। প্রত্যাশা থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের পরিকল্পনা এবং নিজে কোন জায়গায় রয়েছি সেটা বুঝতে পারা।”

কোহলির সংযোজন, “যদি আমি প্রত্যাশা নিয়ে ভাবতে শুরু করি তা হলে নিজের আসল কাজটাই ভুলে যাব। তাই নিজের কাজটা করার চেষ্টা করে যাই। শৃঙ্খলা দেখাতে পারাই আসল কাজ। ম্যাচের পরিস্থিতি বোঝার চেষ্টা করি। এই কাজই এত বছর ধরে আমাকে সাফল্য এনে দিয়েছে। পাশাপাশি দল আমার থেকে কী চাইছে সেটাও বোঝার চেষ্টা করি। যদি আগে মাঠে নামতে হয় তা হলে পরিস্থিতিও আলাদা থাকে। যদি জুটি হয়ে গিয়ে থাকে, তা হলে আমি নামলে যাতে আরও একটা জুটি হয় সেই চেষ্টা করি।”

বর্ডার-গাওস্কর সিরিজ়‌ের ফলাফল এখনও ১-১। কোহলি মনে করেন, সিরিজ়‌ ঠিক দিকেই এগোচ্ছে। বলেছেন, “যদি কেউ বলতেন বক্সিং ডে টেস্ট খেলতে নামার আগে সিরিজ় ১-১ থাকবে, তা হলে খোলা মনে সেটা মেনে নিতাম।”

মেলবোর্নে ভারতের সাফল্য নিয়েও কথা বলেছেন কোহলি। তাঁর মতে, “এখানে বরাবর আমরা ভাল ক্রিকেট খেলেছি। শেষ বার এবং তার আগের বারও জিতেছি। কোন কোন জিনিস কাজে লাগিয়ে সাফল্য পেয়েছি সেটা দল হিসাবে বোঝার চেষ্টা করি। তাতেই সব চাপ চলে যায়। সিডনিতে খেলতে নামার আগে সিরিজ়ে এগিয়ে যেতে চাই।”

Advertisement
আরও পড়ুন