ছাদে বল লাগলে ছয় যে দেওয়া হবে, এই নিয়ম বিগ ব্যাশ লিগেই রয়েছে। যা কারওরই পছন্দ হচ্ছে না। ফাইল ছবি
বল দু’বার লাগল ছাদে। দু’বারই আম্পায়ার ছয়ের চিহ্ন দেখালেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সেই জোড়া সিদ্ধান্ত নিয়ে দেখা দিল তুমুল বিতর্ক। পরাজিত দল তো বটেই, বিগ ব্যাশের নতুন নিয়ম নিয়ে একেবারেই খুশি হতে পারছে না বিজয়ী দলও। দু’পক্ষই নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছে।
অস্ট্রেলিয়ার ডকল্যান্ডস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মেলবোর্নের দুই দল মেলবোর্ন রেনেগেডস এবং মেলবোর্ন স্টার্স। বৃষ্টি পড়লে ওই স্টেডিয়ামে ছাদ ঢাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই ম্যাচে স্টার্সের ইনিংস চলাকালীন দু’বার দুই ব্যাটারের শট লাগে ছাদে। আম্পায়ার দু’বারই ছয়ের ইঙ্গিত করেন। প্রথমে তৃতীয় ওভার প্রথম বলে উইল সাদারল্যান্ডের বলে জো ক্লার্ক জোরে শট মারেন। বল স্টেডিয়ামের ছাদে লাগে। সঙ্গে সঙ্গে আম্পায়ার ছয়ের নির্দেশ দেন।
একই ঘটনা ঘটে ১৬তম ওভারে। টম রজার্সের বলে ছক্কা মারতে যান বিউ ওয়েবস্টার। এ বারও বল সীমানা পেরনোর বদলে ছাদে গিয়ে লাগে। ছাদে বল লাগলে ছয় যে দেওয়া হবে, এই নিয়ম বিগ ব্যাশ লিগেই রয়েছে। যা কারওরই পছন্দ হচ্ছে না।
Beau Webster sends ANOTHER one into the Marvel Stadium roof - and that'll be another SIX runs!! 🤯#BBL12 pic.twitter.com/3YdMNv0cLv
— KFC Big Bash League (@BBL) January 14, 2023
রেনেগেডসের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, “নিয়ম থাকলে সেটা মানতেই হবে। দুটো দলের ক্ষেত্রেই একই নিয়ম। তাই অভিযোগ জানানোর জায়গা নেই। কিন্তু ওই দুটো শটে আউটও হতে পারত। তৃতীয় ওভারে জো ক্লার্ক আউট হয়ে গেলে সুবিধা পেতাম। ম্যাচে পার্থক্য হয়ে যেতে পারত। তা ছাড়া ছাদ ঢাকা থাকলে ক্রিকেটাররাও জানে কোনও মতে সেখানে বল লাগাতে পারলেই ছয় হয়ে যাবে।”
প্রাক্তন অজি ক্রিকেটার মার্ক ওয় বলেছেন, “ওই দুটো শটে ১২ রান হজম করল রেনেগেডস। আমার মনে হয় ডেড বল দেওয়া উচিত ছিল। ১২ রান এ ধরনের ম্যাচে অনেক পার্থক্য গড়ে দিতে পারে।”