Bhuvneshwar Kumar

গতি কম, ভুবনেশ্বরকে সতর্ক করছেন আক্রম

আক্রম বলেন, ‘‘কোনও সন্দেহ নেই, ভুবি খুবই ভাল বোলার। দু’দিকে বল সুইং করাতে পারে। ইয়র্কার আছে হাতে। কিন্তু অস্ট্রেলিয়ায় গতিটা খুব দরকার।’’

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ০৭:৩০
ভুবনেশ্বর কুমার।

ভুবনেশ্বর কুমার। ফাইল চিত্র।

বিশ্বকাপে নতুন বলে ভারতীয় বোলিং আক্রমণ সামলাতে দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে। সেই ভুবনেশ্বরকে সতর্ক করে দিচ্ছেন ওয়াসিম আক্রম। পাকিস্তানের প্রাক্তন বাঁ-হাতি পেসার মনে করেন, গতি কম হওয়ায় অস্ট্রেলিয়ার মাঠে সমস্যায় পড়বেন ভুবি।

বুধবার সাংবাদিকদের আক্রম বলেছেন, ‘‘নতুন বলে ভুবি খুব ভাল বল করে। কিন্তু ওর যা গতি, বল সুইং না করলে অস্ট্রেলিয়ায় সমস্যায় পড়ে যেতে পারে।’’ আক্রম আরও বলেন, ‘‘কোনও সন্দেহ নেই, ভুবি খুবই ভাল বোলার। দু’দিকে বল সুইং করাতে পারে। ইয়র্কার আছে হাতে। কিন্তু অস্ট্রেলিয়ায় গতিটা খুব দরকার।’’

Advertisement

পাকিস্তান নিয়ে যথেষ্ট আশাবাদী আক্রম। তাঁর আশা, গত বারের মতো এ বারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান। আক্রমের কথায়, ‘‘পাকিস্তানের সমস্যা হল, মাঝের সারির ব্যাটিং। যেটা ওদের ঝামেলায় ফেলে দিচ্ছে। পাকিস্তানের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে। ওদের ওপেনিং জুটি সম্ভবত বিশ্বের অন্যতম সেরা। তাই মাঝের সারির সমস্যাটা মেটাতে পারলে পাকিস্তানেরও একটা ভাল সম্ভাবনা আছে।’’

রোহিত শর্মাদের নিয়ে আক্রমের মন্তব্য, ‘‘ভারতের ব্যাটিং খুবই ভাল। কিন্তু ওরা তো এখনও যশপ্রীত বুমরার পরিবর্ত ক্রিকেটারের নাম জানাল না।’’ গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে নিয়ে আক্রম বলেছেন, ‘‘বিশ্বকাপটা অস্ট্রেলিয়ায় হচ্ছে। ওরা ভালই খেলবে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণটা ভাল। পিচ কী রকম আচরণ করবে, সেটা সম্পর্কেও ওরা ভাল জানে।’’ ২৩ তারিখ মেলবোর্নে নিজেদের মধ্যে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারত-পাকিস্তানের।

Advertisement
আরও পড়ুন