Mukesh Kumar

বাংলার পেসারের বাগ্‌দান, ইরানি কাপে যাওয়ার আগে নতুন ইনিংস শুরু মুকেশের

রঞ্জি শেষ হয়ে গিয়েছে। ফাইনালে উঠলেও জিততে পারেননি মুকেশরা। ইরানি কাপের পর তাঁর লক্ষ্য থাকবে আইপিএলে ভাল খেলা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫০
Mukesh kumar with his wife Divya Singh

দিব্যা সিংহের সঙ্গে বাগ্‌দান সারলেন মুকেশ কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বাগ্‌দান হয়ে গেল মুকেশ কুমারের। বাংলার পেসার রবিবার ছবি দিলেন তাঁর বাগ্‌দানের। দীর্ঘ দিনের সঙ্গী দিব্যা সিংহের সঙ্গে বাগ্‌দান হল তাঁর। সেই ছবি সমাজমাধ্যমে নিজেই দিলেন মুকেশ। ইরানি কাপে খেলতে যাওয়ার আগে নতুন জীবন শুরু করলেন বাংলার পেসার।

রবিবার মুকেশ যে ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাতে দেখা যাচ্ছে, হাল্কা গোলাপি রঙের ব্লেজার পরেছেন বাংলার পেসার। তাঁর সঙ্গী দিব্যা পরেছেন সাদা পোশাক। আংটি বদল করেছেন তাঁরা। মুকেশের বাগ্‌দানে উপস্থিত ছিলেন তাঁর সতীর্থ অভিমন্যু ঈশ্বরন। ছিলেন প্রাক্তন সতীর্থ শ্রীবৎস গোস্বামী। মুকেশের জন্ম বিহারে। সেখানকারই মেয়ে দিব্যা। তাঁদের দীর্ঘ দিনের বন্ধুত্ব বলে জানা গিয়েছে। বাগ্‌দান সেরে ফেললেও বিয়ে কবে করবেন তা জানাননি মুকেশ।

Advertisement

রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে ছিলেন মুকেশ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৮ ম্যাচে ইতিমধ্যে ১৪৫টি উইকেট নিয়েছেন তিনি। ভারতীয় দলে ডাক পেলেও এখনও অভিষেক হয়নি তাঁর। আইপিএলে এ বারের নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে কেনে ৫ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে। সুযোগ পাওয়ার পর কথাই বলতে পারছিলেন না তিনি। আনন্দবাজার অনলাইনকে বাংলার পেসার বলেছিলেন, “দারুণ লাগছে। আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না। অসংখ্য ফোন আসছে। আমি পরে কথা বলছি।”

রঞ্জি শেষ হয়ে গিয়েছে। ফাইনালে উঠলেও জিততে পারেননি মুকেশরা। ইরানি কাপের পর তাঁর লক্ষ্য থাকবে আইপিএলে ভাল খেলা। ক্রিকেট মাঠে নতুন দুনিয়ায় পা রাখার আগে ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস শুরু করলেন মুকেশ।

Advertisement
আরও পড়ুন