Ben Stokes

‘ধাঁধা’-র টেস্ট বিশ্বকাপে ‘১০ ঘণ্টা বাকি থাকতে খেলা শেষ করেও’ পয়েন্ট কাটা! ক্ষিপ্ত বেন স্টোকস

প্রথম টেস্টে নিউ জ়‌িল্যান্ডকে হারিয়ে জিতেছে ইংল্যান্ড। তবে মন্থর ওভার রেটের কারণে দু’দলেরই তিন পয়েন্ট করে কাটা গিয়েছে। আইসিসি-র সিদ্ধান্তে ক্ষিপ্ত ইংরেজ অধিনায়ক বেন স্টোকস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:১৭
cricket

বেন স্টোকস। — ফাইল চিত্র।

প্রথম টেস্টে নিউ জ়‌িল্যান্ডকে হারিয়ে জিতেছে ইংল্যান্ড। তবে মন্থর ওভার রেটের কারণে দু’দলেরই তিন পয়েন্ট করে কাটা গিয়েছে। তারা পয়েন্ট তালিকায় নেমেও গিয়েছে। আইসিসি-র সিদ্ধান্তে ক্ষিপ্ত ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। কয়েক শব্দে তিনি নিজের রাগ প্রকাশ করেছেন।

Advertisement

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে স্টোকস ব্যঙ্গ করে লিখেছেন, “দারুণ কাজ করে দেখালে আইসিসি। ১০ ঘণ্টা বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিয়েছিলাম।” তার পরেও কেন আইসিসি ইংল্যান্ডের পয়েন্ট কেটে নিল তা বুঝতে পারছেন না স্টোকস।

এই নিয়ে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্বে মন্থর ওভার রেটের কারণে ইংল্যান্ডের ২২ পয়েন্ট কাটা গেল। তার মধ্যে ১৯ পয়েন্ট হারিয়েছিল অ্যাশেজে। এই মুহূর্তে ইংল্যান্ড পয়েন্ট তালিকায় ছ’নম্বরে। বাকি দুই টেস্ট জিতলেও ফাইনাল খেলার সম্ভাবনা আর নেই। আগের দু’বার তারা চতুর্থ স্থানে শেষ করেছিল। নিউ জ়িল্যান্ডও আইসিসি-র সিদ্ধান্তে চার থেকে পাঁচে নেমে গিয়েছে। ফাইনালে ওঠার স্বপ্ন ধাক্কা খেয়েছে। এখন তাঁদের পয়েন্ট শতাংশ ৪৭.৯২। বাকি দু’টি টেস্ট জিতলে তা হবে ৫৫.৩৬ শতাংশ।

এর আগেও আইসিসি-র উপর রেগে গিয়েছিলেন স্টোকস। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে স্টোকস বলেছিলেন, “সত্যি বলতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপটা ধাঁধার মতো। এমন একটা প্রতিযোগিতা যেটাকে আমরা বিশেষ গুরুত্ব দিই না। এই প্রতিযোগিতায় দীর্ঘ দিন ধরে ভাল খেলতে হয়, ফলাফল নিজেদের পক্ষে আনতে হয়। তার পর ফাইনাল নিশ্চিত হয়। আমি এবং আমার দল প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ় ধরে ভাবি।”

স্টোকস জানিয়েছেন, আলাদা করে কোনও দিন টেস্ট বিশ্বকাপ নিয়ে ভাবেননি তিনি। স্টোকসের কথায়, “পুরো ব্যাপারটাই আমার কাছে অদ্ভুত লেগেছে। আমরা সবার চেয়ে বেশি ক্রিকেট খেলেছি। শুধু ম্যাচের দিকেই মনোযোগ দিই। যদি ভাল খেলি তা হলে ফাইনালে যাব। না হলে যাব না। আলাদা করে আর ভাবতে হয় না।”

Advertisement
আরও পড়ুন