আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।
বছর পড়তেই আইপিএল নিয়ে উত্তেজনা শুরু হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হবে এই প্রতিযোগিতা। কবে থেকে আইপিএল শুরু তা জানিয়ে দিয়েছেন বোর্ড সভাপতি রাজীব শুক্ল। রবিবার বোর্ডের একটি বৈঠকের পর তিনি জানিয়েছেন, আইপিএল শুরু হবে ২১ মার্চ। প্রথমে তিনি ২৩ মার্চ ঘোষণা করলেও পরে তা শুধরে নেওয়া হয়। ফাইনাল হবে ২৫ মে। দু’টি ম্যাচই কলকাতায় হবে। এ ছাড়া প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হওয়ার কথা হায়দরাবাদে। মোট ১১টি ‘ডাবল হেডার’ ম্যাচ হওয়ার কথা।
রবিবার বোর্ডের বৈঠকে নতুন সচিব এবং কোষাধ্যক্ষ বেছে নেওয়া হয়। এ ছাড়া আগামী দিনে ভারতীয় বোর্ড কী কী পদক্ষেপ নিতে পারে, তারও সামগ্রিক একটি আলোচনা হয়। জল্পনা রয়েছে মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) কোন কেন্দ্রে হবে তা নিয়েও। রাজীব জানিয়েছেন, সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে।
গত বছর আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। চেন্নাই এবং বেঙ্গালুরু একে অপরের মুখোমুখি হয়েছিল। আইপিএল জেতে কলকাতা। এ দিনের বৈঠকে আগামী এক বছরের জন্য নতুন কমিশনার নিয়োগ করা হয়। এর পরের বৈঠক হবে ১৮-১৯ জানুয়ারি। সে দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দেওয়ার কথা।
গত বছরের শেষ দিকে আইপিএলের মহা নিলাম হয়। সেখানে ১৮২ জন ক্রিকেটার কিনতে দলগুলি ৬৩৯.১৫ কোটি টাকা খরচ হয়। ১০টি দলের প্রত্যেকই নিজেদের আসল দলটি ধরে রাখার চেষ্টা করেছে। পাশাপাশি কিছু চমকও রয়েছে। যেমন লখনউ ২৭ কোটি টাকায় কিনেছে ঋষভ পন্থকে। তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন। পঞ্জাব ২৬.৭৫ কোটি টাকা খরচ করেছে শ্রেয়স আয়ারের জন্য, যিনি গত মরসুমে কলকাতাকে আইপিএল জিতিয়েছিলেন।