Team India

যেমন রান, তেমন টাকা! অস্ট্রেলিয়ার কাছে হারের পর রোহিত-কোহলিদের পকেটে টান পড়ার সম্ভাবনা

যে ক্রিকেটার যেমন খেলছেন, তিনি তেমন টাকা পাবেন। তবে এটা প্রস্তাব করা হয়েছে। এখনই এই নিয়ম চালু করা হবে কি না তা জানা যায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১০:১৩
Rohit Sharma and Virat Kohli

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে হারের পর নতুন নিয়ম আনতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। যে ক্রিকেটার যেমন খেলছেন, তিনি তেমন টাকা পাবেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া সিরিজ়ে ৩১ রান করা রোহিত কম টাকা পাবেন যশস্বী জয়সওয়ালের থেকে। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, এমনটা প্রস্তাব করা হয়েছে। এখনই এই নিয়ম চালু করা হবে কি না তা জানা যায়নি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ়ে হারের পর অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে বৈঠক করেন বোর্ডের কর্তারা। সেখানেই খেলতে না পারলে কম টাকা দেওয়ার প্রসঙ্গ উঠেছে। মনে করা হচ্ছে তাতে, ক্রিকেটারেরা আরও বেশি দায়িত্ব নিয়ে খেলবেন। যে ভাবে বেসরকারি সংস্থায় কর্মীদের বেতন বৃদ্ধি হয় তাঁদের কাজের নিরিখে, ভারতীয় বোর্ড তেমনই করার কথা ভাবছে।

গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ড টেস্ট খেলার জন্য বেশি টাকা দেওয়ার পরিকল্পনা করেছিল। যে ক্রিকেটার বছরে ৫০ শতাংশের বেশি টেস্ট ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নেবেন, তিনি ম্যাচ প্রতি ৩০ লক্ষ টাকা পাবেন। যে ক্রিকেটার ৭৫ শতাংশের বেশি ম্যাচ খেলবেন, তিনি ম্যাচ প্রতি ৪৫ লক্ষ টাকা করে পাবেন। টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য বোর্ড ৪০ কোটি টাকা খরচ করবে বলে ঠিক করেছিল। সেখান থেকেই ক্রিকেটারদের ওই টাকা দেওয়ার কথা ভাবা হয়েছিল। টি-টোয়েন্টি এবং আইপিএলের মাঝে ক্রিকেটারেরা লাল বলের খেলাকেও যাতে গুরুত্ব দেন, সেই কারণেই এমন ভাবনা ছিল বোর্ডের।

পর পর খারাপ পারফরম্যান্সের পর এ বার টাকা কেটে নেওয়ার কথাও ভাবছে বোর্ড। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হেরে যায় ভারত। প্রথম বার ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে হারে তারা। ১২ বছর পর দেশের মাটিতে কোনও টেস্ট সিরিজ় হারতে হয় ভারতকে। এর পর অস্ট্রেলিয়ায় গিয়ে ১-৩ ব্যবধানে হার। যা বোর্ড ভাল ভাবে নিচ্ছে না।

Advertisement
আরও পড়ুন