গৌতম গম্ভীর (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। ছবি: এএফপি।
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ় হারের পর ভারতের সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন গৌতম গম্ভীর। দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলতে বলেছিলেন ভারতের কোচ। সেই হুঁশিয়ারিতে নড়ে বসলেন রোহিত শর্মা। মুম্বইয়ের রঞ্জি দলের অনুশীলনে যোগ দিচ্ছেন তিনি। তবে রঞ্জিতে খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার সকাল থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রঞ্জির অনুশীলন শুরু করছে মুম্বই দল। সেখানে হাজির থাকবেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য ইতিমধ্যেই বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে অনুশীলন করছেন তিনি। এ বার মুম্বই দলের সঙ্গে অনুশীলন করবেন। রঞ্জিতে পরবর্তী ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে মুম্বই। সে কারণে মাঠের মাঝের উইকেটে অনুশীলন করবে তারা।
মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, “মুম্বই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা জানিয়েছে রোহিত। তবে পরের রঞ্জি ম্যাচে ও খেলবে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। নির্দিষ্ট সময়েই সে কথা জানাবে।”
শেষ বার ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে খেলেছিলেন রোহিত। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টে মাত্র ৩১ রান করেছেন। সিডনিতে শেষ ম্যাচে তাঁকে বাদ দেওয়া হয়। ফর্মে ফিরতেই রঞ্জিতে খেলতে পারেন রোহিত।
উল্লেখ্য, সিডনিতে হারের পর ভারতের কোচ গম্ভীর বলেছিলেন, “আমি সব সময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। স্রেফ একটা ম্যাচ নয়। যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তা হলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।”