BCCI

গড়াপেটায় অভিযুক্ত আরও এক ক্রিকেটারের আজীবন নির্বাসনের শাস্তি কমাল বিসিসিআই

আইপিএলে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত অজিত চান্ডিলার আজীবন নির্বাসনের শাস্তির মেয়াদ মঙ্গলবার কমিয়েছিল বিসিসিআই। বুধবার আজীবন নির্বাসিত আরও এক ক্রিকেটারের শাস্তির মেয়াদ কমানো হল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৯
picture of cricket bat

আজীবন নির্বাসিত আরও এক ক্রিকেটারের শাস্তি কমাল বিসিসিআই। প্রতীকী ছবি।

গড়াপেটায় অভিযুক্ত আরও এক ক্রিকেটারের উপর থেকে আজীবন নির্বাসন প্রত্যাহার করে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মধ্যপ্রদেশের প্রাক্তন ক্রিকেটার টিপি সুধীন্দ্র শাস্তির মেয়াদ কমিয়ে ১০ বছর আট মাস করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের গোপন অভিযানে সুধীন্দ্র ধরা পড়েছিলেন। তাঁর বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল।

সুধীন্দ্র শেষ ক্রিকেট খেলেছেন ২০১২ সালের মে মাসে আইপিএলে। ডেকান চার্জাসের হয়ে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। তবে আইপিএলে গড়াপেটার যুক্ত ছিলেন না। তাঁর বিরুদ্ধে স্থানীয় ক্রিকেটে গড়াপেটার অভিযোগ উঠেছিল। তাঁর আবেদনের ভিত্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি শাস্তির মেয়াদ কমিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল বিনীত সারণ এই খবর জানিয়েছেন।

Advertisement

আজীবন নির্বাসনের শাস্তি উঠে যাওয়ায় খুশি সুধীন্দ্র। ৩৮ বছরের ক্রিকেটার বলেছেন, ‘‘আমি শুধু খেলতে চেয়েছিলাম। মাঠে ফিরতে চেয়েছিলাম। আগে ফিটনেসের উন্নতি করতে হবে। তার পর দেখা যাবে কী আছে কপালে। অতীতের কথা মনে রাখতে চাই না। শুধু ভবিষ্যতের কথা ভাবছি।’’ নির্বাসিত হওয়ার আগে মধ্যপ্রদেশের হয়ে ২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন সুধীন্দ্র। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৮টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০১২ সালে রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন সুধীন্দ্র। ডাক পেয়েছিলেন ভারতের ‘এ’ দলেও।

২০১২ সালে ৩০ জুন থেকে কার্যকর হয়েছিল সুধীন্দ্রর আজীবন নির্বাসনের শাস্তি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারি শেষ হয়েছে তাঁর শাস্তির মেয়াদ। ফলে ক্রিকেটে ফিরতে তাঁর আর অসুবিধা নেই। স্থানীয় ক্রিকেটে গড়াপেটার অভিযোগে সুধীন্দ্রর সঙ্গে আরও কয়েক জন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল বোর্ড। উত্তরপ্রদেশের প্রাক্তন জোরে বোলার শলভ শ্রীবাস্তবকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করেছিল বোর্ড। এ ছাড়াও দিল্লির অলরাউন্ডার অভিনব বালি, মধ্যপ্রদেশের ব্যাটার মণীশ মিশ্র এবং গোয়ার অলরাউন্ডার অমিত যাদবকে এক বছর করে নির্বাসিত করেছিল বিসিসিআই।

মঙ্গলবারই আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নির্বাসিত অজিত চান্ডিলার শাস্তির মেয়াদ কমিয়ে সাত বছর করার কথা জানিয়েছিল বিসিসিআই। ২০১৩ সালের আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল রাজস্থান রয়্যালসের প্রাক্তন স্পিনার অজিতের বিরুদ্ধে। পর পর দু’দিন দুই ক্রিকেটারের আজীবন নির্বাসনের শাস্তি কমাল বিসিসিআই।

Advertisement
আরও পড়ুন